আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

প্রতিবারের মতো আবারো নতুন একটি ট্রপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আজকের ট্রপিক হলো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দ্রুত চার্জ করা যায়। 

বর্তমান সময়ে আমরা কমবেশি স্মার্ট ফোন ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমাদের দরকারের সময় স্মার্ট ফোনে চার্জ থাকেনা, এবং চার্জ দিতে অনেক সময় লেগে যায়।আজকের ট্রিকটি ফলো করলে আপনার স্মার্টফোন খুব সহজে অল্প সময়ে চার্জ করতে পারবেন। বিগত কয়েক বছরে হাজির হয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি, এতে ফোন অল্প সময়ে খুব তাড়াতাড়ি চার্জ হয়।

তারপর ও অনেকের নিজের ভুলের কারণে স্মার্টফোনে চার্জ উঠতে অনেক দেরি হয়। 

একটি বিষয়ে লক্ষ্য রাখবেন, নিজের ফোনে সর্বোচ্চ কত স্পিডের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সেটা আগে জেনে নিন।

কথা না বাড়িয়ে শুরু করা যাক, যে নিয়মগুলো মেনে স্মাটফোন চার্জ দিলে দ্রুত হবে চার্জ আপনার স্মার্টফোন।

১) বন্ধ রাখুন ওয়াইফাই,ব্লুটুথ

ফোন চার্জিং এর সময় ওয়াইফাই,ব্লুটুথ, হটস্পট এগুলো চালু রাখলে ব্যাটারির ব্যাপক ক্ষতি হয়।এবং ধীরগতিতে চার্জ ওঠে।তাই চার্জ দেয়ার সময় এগুলো বন্ধ করে চার্জ দিন, দেখবেন তাড়াতাড়ি চার্জ উঠবে। 

২) চার্জিংয়ের সময় ফোন ব্যবহার

ফোন চার্জ দিয়ে ফোন ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
চার্জিংয়ের সময় ফোনে কথা বলা,অথবা গেম খেলা এগুলো থেকে বিরত থাকুন। তাহলে ব্যাটারির স্বাস্থ্য ভাল থাকবে এবং চার্জ ও দ্রুত হবে।

৩)ব্যাকগ্রাউন্ড অ্যাপ

ফোন চার্জের সময় ব্যাকগ্রাউন্ড এপ্সগুলো বন্ধ রাখুন।এতে ফোনের চার্জ হবে দ্রুতগতিতে। এবং ব্যাটিরির স্বাস্থ্য ভাল থাকবে।

৪) এয়ারপ্লেন মোড

ফোনের দ্রুত চার্জ করাতে চাইলে ফোনের এয়ারপ্লেন মোড চালু রেখে চার্জ দিন, খুব তাড়াতাড়ি ফোনে চার্জ হবে।

৫) সারা রাত ফোন চার্জ দেয়া

সারারাত ফোন কখনো চার্জ দিবেন না,এতে ব্যাটারি বিপুল পরিমাণ ক্ষতি হয়। চেস্টা করুন ব্যাটারি ৮০% চার্জ হলে খুলে ফেলার।

৬) ওয়াল চার্জার ব্যাবহার

ইউএসবি পোর্টের সাহায্য ফোন চার্জ করতে অনেক সময় লাগে, এজন্য এয়াল চার্জার ব্যাবহার করে ফোন চার্জ দিন।

এই নিয়ম গুলো মেনে স্মাটফোন চার্জ দিলে খুব দ্রুত স্মার্টফোন এর ব্যাটারি চার্জ হবে।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

ধন্যবাদ। 





23 thoughts on "দ্রুত চার্জ হবে আপনার স্মার্টফোন, নিয়মগুলো মেনে চলুন।"

    1. Sk Shipon Author Post Creator says:
      tnx a lot
  1. Uzzal Mahamud Pro Author says:
    সুন্দর
    1. Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।♥️♥️
  2. Md Ibrahim Hossen Contributor says:
    ধন্যবাদ ভাই সুন্দরভাবে বোঝানোর জন্য।।
    1. Sk Shipon Author Post Creator says:
      সু স্বাগতম আপনাকে♥️
  3. MD Shakib Hasan Author says:
    এগুলো জানা আছে
    1. Sk Shipon Author Post Creator says:
      জানা থাকলে অনেক ভাল। অনেকের জানা নেই তাদের জন্য। ধন্যবাদ ♥️♥️
    2. MD Shakib Hasan Author says:
      অনেক দিন পরে পোস্ট দেখলাম আপনার
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    প্রায় সব গুলো নিয়ম জানা ছিল??
    1. Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ।
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আপনাকেও
  5. বর্তমান ফোন গুলো সারা রাত চার্জ দিলেও কোনো ক্ষতি হয় না, কারণ ফোনে অটো ডিস্কানেক্ট ফ্যাসিলিটি থাকে।
    1. Sk Shipon Author Post Creator says:
      সব ফোনে থাকে না, বর্তমান আপডেট ফোন গুলোতে থাকে। তবে সারা রাত চার্য না দেয়াই ভাল।
    2. ভাই আমার কমেন্ট না পড়েই রিপ্লাই দিলেন নাকি??? আমি তো লিখেছি বর্তমান প্রায় সব ফোনে এই সিস্টেম থাকে। এমন কমদামের (৬০০০-৭০০০) টাকার ফোন গুলোতেও আছে।
    3. ভাই আমার কমেন্ট না পড়েই রিপ্লাই দিলেন নাকি??? আমি তো লিখেছি বর্তমান প্রায় সব ফোনে এই সিস্টেম থাকে। এমন কমদামের (৬০০০-৭০০০) টাকার ফোন গুলোতেও আছে।
    4. ভাই আমার কমেন্ট না পড়েই রিপ্লাই দিলেন নাকি??? আমি তো লিখেছি বর্তমান প্রায় সব ফোনে এই সিস্টেম থাকে। এমন কমদামের (৬০০০-৭০০০) টাকার ফোন গুলোতেও আছে।
    5. ভাই আমার কমেন্ট না পড়েই রিপ্লাই দিলেন নাকি??? আমি তো লিখেছি বর্তমান প্রায় সব ফোনে এই সিস্টেম থাকে। এমন কমদামের ফোন গুলোতেও আছে।
    6. আমি গত ১.৫বছর আমার ফোন ইউজ করতেছি, তেমন দামি বা ব্র‍্যান্ডের ফোনও না, রাতে চার্জ দিয়ে ঘুমাই, এখন ব্যাটারি ব্যাকাপ আগের মতই!!! চার্জ ১০০% হলেই অটো ডিস্কানেক্ট হয়ে যায়।
      না জেনে উল্টাপাল্টা লেখা ঠিক না
  6. ভাই আমার কমেন্ট না পড়েই রিপ্লাই দিলেন নাকি??? আমি তো লিখেছি বর্তমান প্রায় সব ফোনে এই সিস্টেম থাকে। এমন কমদামের (৬০০০-৭০০০) টাকার ফোন গুলোতেও আছে।
  7. ভাই আমার কমেন্ট না পড়েই রিপ্লাই দিলেন নাকি??? আমি তো লিখেছি বর্তমান প্রায় সব ফোনে এই সিস্টেম থাকে। এমন কমদামের (৬০০০-৭০০০) টাকার ফোন গুলোতেও আছে।
  8. Sk Shipon Author Post Creator says:
    সারারাত ফোন চার্জ দিলে, ব্যাটারির স্বাস্থ্য একটু হলেও ক্ষতি হয়। ধন্যবাদ।

Leave a Reply