আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই পোস্টে আমি আপনাদের সাথে এমন একটু App টি নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনারা Proxy ব্যবহার করতে পারবেন অনেক সহজে এবং আরো অনেক ফিচারস তো থাকছেই।
অনেকেরই এই ট্রিকটি সম্পর্কে জানা থাকতে পারে। তাই আপনারা যারা জানেন তারা ইগনোর করুন পোস্টটি এবং যারা জানেন না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আমাদের App টি সম্পর্কে আগে Introduce হওয়া যাক।
? App Name : Adguard (Version : 4.0.79)
আগেই বলে রাখি এই ভার্সনটিই Install করবেন অন্যটি না। অবশ্যই Mod version টি Install করবেন তা না হলে Unlimited Access পাবেন না।
এবার আমি Step By Step বলে দিচ্ছি কিভাবে যেকোনো Proxy Set up করবেন এবং কিভাবে Circleftp তে Access পাবেন।
(১) App টি Open করুন।
(২) VPN টি On করুন। Protection disable করা থাকবে আপনি enable করুন।
(৩) বাম দিকে টান দিন। অথবা উপরে বাম দিকের Menu Icon এ ক্লিক করুন।
(৪) এরপর Settings এ ক্লিক করুন।
(৫) এরপর Network এ ক্লিক করুন।
(৬) এরপর Proxy তে ক্লিক করুন।
(৭) এরপর Add Proxy Server এ ক্লিক করুন।
(৮) এরপর প্রথমেই Profile Name দিন আপনার ইচ্ছামতো। আমি Circleftp ই দিলাম।
(৯) এরপর Proxy Type দিন Socks4। উল্লেখ্যঃ এখানে আপনি যেকোনো Proxy Set up করতে পারবেন যেমনঃ HTTP, Socks4, socks5, HTTP_CONNECT।
(১০) এবার আপনি যে proxy তে connect করতে চান সেই ip টা দিন proxy host এ। আপনি যে proxy তে কানেক্ট করবেন সেটার ip address টাই এখানে দিবেন।
আমি circleftp এর ip টা দিয়ে দিচ্ছিঃ 202.136.88.68
(১১) এরপর Port দিন 1080। উল্লেখ্যঃ সবসময় port এক হবে না। মানে আপনি অন্য কোনো server এ কানেক্ট করলে আপনি সেই Port টাই দিবেন।
(১২) এরপর Save and Select এ ক্লিক করুন। ব্যাস এবার আপনি
Circleftp.com এখানে যান এবং দেখতে পাবেন সেখানে আপনি Access পেয়ে গিয়েছেন।
আমি আপনাকে Screenshot এর মাধ্যমে প্রমান দিয়ে দিচ্ছিঃ
যখন Proxy Enable করে Connect করে ঢুকেছি তখনঃ
যখন Proxy/Adguard Disconnect করা ছিল (Notification Pannel এ দেখুন Connect করা নেই)
এছাড়াও এটি যেহেতু একটি Adblocker App তাই আপনি চাইলে এটি সবসময় Enable করে রাখতে পারেন। এর মাধ্যমে আপনার Browser এবং অন্য যেকোনো 3rd party app গুলোর Ads এই App Block করে রাখবে।
এছাড়াও আপনি চাইলে যেকোনো Individual App এর Ads Block করে রাখতে পারবেন। এর জন্যে আপনি Menu Option এ ঢুকে App Management এ ক্লিক করুন।
এবং সেই app এর সকল data traffic এর statistics আপনি দেখতে পাবেন। firewall এ গিয়ে আপনি App টির Cellular Data, Wifi Connection, Off screen এ Data/Wifi Connection, Firewall notifications সবকিছুই বন্ধ করে দিতে পারবেন।
এক কথায় App টির internet access আপনার হাতের মুঠোয়। এর মানে আপনি যেকোনো App এরই Internet Access বন্ধ করে দিতে পারবেন আপনার ইচ্ছামতো।
এছাড়াও আপনি যদি Menu তে গিয়ে Filtering Log এ ঢুকেন তবে আপনি দেখতে পারবেন অদ্ভুত কিছু কর্মকান্ড। এটি আপনার ডিভাইসে থাকা web traffic দেখাবে বিভিন্ন colour এর মাধ্যমে।
green colour অর্থাৎ সবুজ রঙের মানে হচ্ছে whitelisted events গুলো, red colour অর্থাৎ লাল রঙের মানে হচ্ছে ঐসব কাজ যেগুলো Adguard এর মাধ্যমে করা হচ্ছে মানে যে Traffic গুলো adguard ব্লক করেছে। আর yellow অর্থাৎ হলুদ রঙের মানে হচ্ছে যে কাজগুলো adguard নিজে Modify করেছে।
এছাড়াও আপনি চাইলে আরো অনেক কিছুই করতে পারবেন। Block & Unblock ও করতে পারবেন সেগুলো।
এরপর আপনি চাইলে Content Blocking ও করতে পারবেন। Youtube Vanced এ থাকা Promotion, Self promotion, Sponsored Ads সহ ইত্যাদি Ads যেগুলো Block করার Option রয়েছে এর মাধ্যমে আপনি সেগুলোই করতে পারবেন।
এখানে রয়েছে Adguard DNS filter, Adguard Experimental Filter, Filter Unblocking search ads and self promotion। এছাড়াও আছে Custom Filter, cookies blocking থেকে শুরু করে আরো ১২ ধরনের Blocking System।
এছাড়াও Privacy এবং Social এ আলাদা ভাবে আছে ১০ টি Filter। এছাড়াও আছে Stealth Mode যার মাধ্যমে আপনি Ultimate Tracking protection পাবেন যেকোনো Browser এ।
তাছাড়া DNS Filtering তো আছেই। এবং আছে Malware Protection। এছাড়াও আপনি চাইলে আরো Extensions Add করতে পারবেন।
অনেকেই আছেন যারা Adguard কে চিনেন বা নাম শুনেছেন কিন্তু এত কিছু করতে পারে জানতেন না। তারা অবশ্যই এই App টিকে Try করে দেখবেন।
আশা করছি ট্রিকটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই Same Trick Follow করে আপনারা যেকোনো HTTP, socks4, socks5 ip connect করতে পারবেন।
যদি পোস্টটি ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই জানাবেন। যারা জানতেন না তাদের কাজে লাগলে একটি ধন্যবাদ তো Must ?।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….
By the way, Thanks for the trick ,man… cordial love to you.
ততক্ষনের জন্যে এটাই ব্যবহার করুন।
আমার Isp already Sam online support করে তাই এটা নিয়ে এতটা ভাবতে হয়নি আমার। তবুও পেলে অবশ্যই জানাবো ইনশাল্লাহ।
তাছাড়া Circleftp এর Collection Huge। even samonline এর চেয়েও বেশি।
Thanks for the comment too ??
ftpbd তে আমি মাঝে মাঝে access পাই। আপনি রাত ২ টা থেকে দুপুর ২ টার মাঝে চেষ্টা করে দেইখেন হয় কি না।
আর অন্য সব ISP এর প্রক্সি কিভাবে পাব?
আমি নিজেই খুজছি। আপনি বিভিন্ন proxy related groups, pages (telegram, facebook etc) তে join দিয়ে রাখুন। পাবেন ইনশাআল্লাহ
অনেক অনেক ধন্যবাদ ভাই
Circleftp আমার আগের isp তে পেতো। নতুন isp তে access নেই। circleftp one of the best
Onno server a 9/10MB download hoy
Bro….r aponr sathe contract er why bolen
and
I badly need the acces of Samftp and Ftpbd
রেফারেন্সঃ
CircleFTP কি একটি বৈধ প্ল্যাটফর্ম, নাকি এটি কপিরাইট লঙ্ঘনের মাধ্যমে অবৈধ কনটেন্ট সরবরাহ করে?
জানাবেন প্লিজ!