আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। গুগল মেসেজ এই নামটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। কিন্তু এটি আপনার ফোনে আগে থেকেই রয়েছে। আমি আজকে আপনাদের এটির ব্যবহার এবং ফিউচার সম্পর্কে বলবো। তাহলে বন্ধুরা আজকের পোস্ট শুরু করা যাক :-


আপনার এবং আমাদের ফোনে এসএমএস করার জন্য একটি অ্যাপ আছে। যেটার নাম মেসেজ অথবা বার্তা। এটি সবার ফোনে শুরু থেকে ডিভাইস অ্যাপ হিসেবে দেওয়া থাকে। যদি আপনার ডিভাইসে না দেখে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
কিন্তু গুগল মেসেজ অ্যাপটি আসলে কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন? আপনি যদি এটা আজ চান তবে পড়তে থাকুন :–

Google Messages কী?

Google Messages হল Google এর মেসেজিং অ্যাপ্লিকেশন যা Android এবং Wear OS মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপটি 2014 সাল থেকে এন্ড্রয়েড ফোন গুলোতে ব্যবহার হয়ে আসছে। আর এর প্রধান কাজ হচ্ছে , আপনি মেসেজের মাধ্যমে ছবি ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে পারবেন।
অর্থাৎ আপনারা, whatsapp বা এ জাতীয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেই আপনার কিছু আদান প্রদান করতে পারেন। তাছাড়া গুগল মেসেজের আরো অনেক ফিউচার আছে। যেমন, যেমন গ্রুপ চ্যাট শুরু করা, নির্দিষ্ট বার্তার উত্তর দেওয়া, বার্তাগুলিতে ইমোজি দেওয়া ইত্যাদি৷

গুগল বার্তা কিভাবে কাজ করে?

Google message বেশিরভাগ নতুন অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করা হয় না , তবে এটি সাধারণত ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবেও সেট করা থাকে । আপনি যদি অ্যাপটি আপনার হোমস্ক্রিনে দেখতে না পান, তাহলে বুঝবেন সেটা আপনার ডিফল্ট করে দেওয়া আছে। তাও আপনাদের সুধাতে আমি লিংক দিলাম। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, link তযতক্ষণ পর্যন্ত আপনি এ ফিউচারটি চালু করবেন না, এতক্ষন আপনি শুধু আপনার সিমের সাহায্যে সাধারন মেসেজ করতে পারবেন।
কিন্তু যখন আপনি এই ফিউচারটি চালু করে দিবেন, তখন আপনি একটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এর মত আপনার ছবি, ভিডিও , অডিও ক্লপ এবং প্রয়োজনীয় জিনিস দিতে পারবেন। আর এগুলো করার জন্য আপনাকে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে।

গুগল মেসেজ ব্যবহার করার সুবিধা কি কি?

গুগল ম্যাসেজ ব্যবহার করার অনেক সুবিধা আছে। তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করতেছি।

  • আপনার বার্তাটি ডেলিভারি হয়েছে বা দেখছে কিনা তা চেক করতে পারবেন।
  • কেউ টাইপ করছেন কিনা তা দেখতে পাবেন।
  • আপনি বার্তা গুলির মধ্যে টাইম সেট করে রাখতে পারবেন। বার্তাটি ওই নির্দিষ্ট সময়ই ডেলিভারি হবে।
  • অডিও ক্লিপ বা ভয়েস মেসেজ দিলে সেটা আপনাকে শুনতে হবে না। কারণ সেটি টেক্সট আকারেও দেখতে পারবেন।
  • এটির মাধ্যমে আপনি গুগলের সব ধরনের পরিষেবা আদান প্রদান করতে পারবেন। যেমন ধরেন, ক্যালেন্ডার, মানচিত্র, লোকেশন ইত্যাদি।

 

গুগল মেসেজ কিভাবে ব্যবহার করবেন?

এবার তো এত কিছু জেনে নিলেন। কিন্তু কথা হচ্ছে এগুলো ব্যবহার করব কিভাবে? তাহলে চলুন এবার এটা জেনে নেওয়া যাক।

  • 1. মেসেজ অ্যাপটি চালু করুন।
    2. যদি আপনি এখানে প্রথম আর হয়ে থাকেন তাহলে পারমিশন দিয়ে দিন।
    3. তারপর থ্রি ডট এ ক্লিক করুন।
    4. Setting>general>chat futures >তারপর এটি চালু করে দিন।
    5. ব্যাস আপনার সেটআপ করা শেষ, যদি না বুঝতে পারেন নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন।

[নোট: এখানে ছয়টি পিকচার একের পর এক সাজানো আছে, সমস্যা হলে জুম করে দেখুন]

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। এখন আপনারা আপনার মেসেজ অ্যাপ কে একটা হোয়াটসঅ্যাপের মতো ব্যবহার করতে পারবেন। এরকম সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

 

13 thoughts on "Google Messages কি এবং কিভাবে ব্যবহার করতে হয়?"

    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      ;⁠)
  1. Shuyaib Contributor says:
    Vai apni to onk post koren deki
    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      ^⁠_⁠^
  2. Levi Author says:
    আপনার ছবি, ভিডিও , অডিও ক্লপ এবং প্রয়োজনীয় জিনিস দিতে পারবেন।
    কেউ টাইপ করছেন কিনা তা দেখতে পাবেন।

    এই ফিচার গুলো শুধু chat features অন থাকলেই হবে? আমার তো অন করা আছে,কিন্তু একটা ফিচারও পাইনি।এগুলো ব্যবহার করার শর্ত কি?ডাটা কানেকশন তো অন থাকে আমার।

    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      জানিনা আপনাকে কিভাবে বোঝাবো। আজকে কি মেসেজ করাও শিখাতে হবে আমাকে? ট্রিকবিডির একজন অথরকে?
      আচ্ছা বাদ দেন, নিচে লিংক দিছি একটা স্ক্রিনশটর, সেটা দেখে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ধন্যবাদ (⁠。⁠•̀⁠ᴗ⁠-⁠)⁠✧

      Click here

    2. Levi Author says:
      আপনাকে একটা প্রশ্ন করেছি আমি।জানিনা আপনি আমার কথার ধরন বুঝেছেন কি না।কি ভেবে কিসের সস দিলেন জানি না।এমন লিংক দিলেন যেটি অ্যাকসেস অব্দি করা যাচ্ছে না।
  3. tajbir23 Author says:
    Schedule message er option pailam na, send button hold kore rakhar por o schedule message er option pailam na
  4. ভালো পোষ্ট।চালিয়ে যান Expart Author হতে পারবেন।
  5. Anarul Contributor says:
    Ata MMS bollei hoto

Leave a Reply