আশা করি সকলেই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমরা যারা রুটেড ইউজার আছি আমরা কোন রমটি ব্যবহার করব স্টক নাকি কাস্টম – এ বিষয়ে আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো।
আমি একজন রুটেড ইউজার আমি আমার ফোনটিকে রুট করেছি এবং কাস্টম রম ফ্ল্যাশ করেও বেশ কিছুদিন চালিয়েছি।
সুতরাং এ বিষয়ে আমার বেশ কিছুটা ধারণা হয়েছে ও অভিজ্ঞতা হয়েছে তো সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব।
রুট করার পর আমরা সবাই কাস্টম রম ফ্ল্যাস করার জন্য মরিয়া হয়ে উঠি। জেনেবুঝে হোক বা না জেনেই হোক।
যেমন ধরুন আমি একটা রম ইন্সটল করলাম কিন্তু রমটা ইনস্টল করার পর আমার ফোনের ক্যামেরাটা ঠিকমতো কাজ করতেছে না।
অথবা গুগল প্লে স্টোর ঠিক মতো কাজ করতেছে না।
আবার কোন সময় লোকেশন, ওয়াইফাই, ব্লুটুথ কিংবা কলিংও ঠিকমতো কাজ করে না।
এসবের পিছনে মূল কারণ কি জানেন?আমরা যখন কোন ফোন কিনি তখন ফোনের কোম্পানির লোকজন অনেকজন ডেভলপার হায়ার করে ফোনের প্রতিটি ফিচার চেক করে তারপর ফোনটি বাজারজাত করে।
কিন্তু আমরা যখন কোন কাস্টম রম ইন্সটল করি এসব রম আসলে খুব কম সংখ্যক ডেভলপার দিয়ে তৈরি করা হয় এবং তেমন একটা যাচাই করা হয় না সব ফিচার সেজন্য অনেক বাগ রয়ে যায়।
কাস্টম রম এর বিষয়টা অনেকটাই এমন যে আপনি একটা বিষয়ে ভালো পারফরম্যান্স পাচ্ছেন কিন্তু আরেকটা বিষয় আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে।
সেজন্য ফোন রুট করার সাথে সাথে মরিয়া হয়ে কাস্টম রম ইনস্টল করার জন্য পাগল হওয়ার কোন কারণ নেই।
বিশেষ করে আমরা যারা শাওমি, অপো,ভিভো ফোন ইউজ করি আমাদের স্টক রমেই অনেক ভালো পারফমেন্স এবং এখানে অনেক বেশি ফিচার রয়েছে যা আমরা কাস্টম রমে পাবো না
আল্লাহ হাফেজ।
প্রথমতো প্রথমে কাস্টম রম দিয়ে তারপর সেই রম কে রুট করতে হয় !
আর কাস্টম রম ব্যবহার করলে অবশ্যই মোবাইলের পার্ফরম্যান্স ইম্প্রুভ হয় কারণ , কাস্টম রম ওপেন সোর্স এনড্রয়েড থেকে বানানো হয় , যেখানে ব্লোটওয়্যার অনের কম থাকে , কিছু মাইনর বাগস থাকলেও অধিকাংশ রম ই ল্যাগ ফ্রি হয় !
এবং কাস্টম কার্নেল মোবাইলের প্রসেসর কে ইনহ্যান্স করে থাকে ।
৪ বছর হলো কাস্টম রম , পোর্টেড রম , রুট এসব ব্যবহার করার ।
আর আপনি যে বললেন ভালো ইউজার ইন্টারফেস আছে ভুলে যাবেন না যেকোনো UI ই এন্ড্রয়েডের ওপেন সোর্স কে কাস্টমাইজ করে বানানো হয়!
ভাই কাস্টোম রম মানেই আগুন।।
আপনি কাস্টেম রম ব্যবহার করেননি তাই জানেন না
Sobaike diye sob hoy na ?
Aro lagbe naki ?
আদি কালের ফোন এ রুট করে কাস্টম রম ইউজ করতে হইত, এখন কাস্টম রম ইন্সটল করতে root তো করতেই লাগে না, আবার কাস্টম রম ইউজ করার সময় ও কোনো root (magisk) ইন্সটল করতে হয় না
একটা বিষয় নিয়ে বিস্তারিত না জেনে আপনি পোস্ট করলেন, then সবাই আপনাকে ভুল ধরায় দিল, তারপরেও আপনি আপনার ভুল টাকেই নিয়ে আছেন !
কাস্টম রম ফ্ল্যাশ এর নানান নিয়ম থাকে ভাই, ওগুলো follow না করলে সমস্যায় তো পড়বেন ই, তার পাশাপাশি আপনি যেই bug গুলার কথা বললেন, ওগুলো bugs যদি কোনো রম এ থাকেও, তাহলে এগুলা fix করতে 5মিন ও সময় লাগে না।
Custom ROM use korar prothom step holo Bootloader unlocking,2nd step holo apnar stock recovery ke replace Kore custom recovery bosano,3rd step holo oi custom recovery er maddhome custom ROM flash kora…eita hoilo giye custom ROM flash korar ekebare basic steps.
Ar Device root kora holo completely different thing.Root apni apnar stock ROM e thekew korte parben abar custom ROM e thekew korte parben(Custom recovery must needed in this case)
So root korar Sathe custom ROM er kunu somporko nai.