আসসালামু আলাইকুম। TrickBD তে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমরা কমবেশি সকলেই ক্লাউড ড্রাইভ হিসেবে বা আমাদের ফোনের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে নিরাপদ রাখার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। কিন্তু google ড্রাইভ আমাদেরকে মাত্র ১৫ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে। এর বেশি স্টোরেজ পেতে হলে গুগলের প্যাকেজ কিনতে হয়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে গুগল ড্রাইভ থেকে আনলিমিটেড স্টোরেজ পাবেন।

আমরা যেহেতু প্রতিটি গুগল অ্যাকাউন্ট থেকে ১৫ জিবি করে স্টোরেজ পাই এজন্য আমাদেরকে বেশ কয়েকটি google একাউন্ট খুলতে হবে এবং বাকিটা আমি নিচের স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে অনেকগুলো একাউন্ট দিয়ে একটি একাউন্টে স্টোরেজ বাড়িয়ে নেবেন।

সবার প্রথমে যে একাউন্টকে মেইন একাউন্ট বানিয়ে স্টোরেজ ম্যানেজ করতে চান সেটির মেইল এড্রেসটি কপি করে নিন। এরপর বেশ কয়েকটি গুগল একাউন্ট খুলে নিন।

তারপর নিচের স্ক্রিনশট ফলো করে সেটাপ করে নিন।

1.নতুন একাউন্টিতে একটি ফোল্ডার তৈরি করে নিন।


2.এবার ফোল্ডারের Three Dot মেনুতে ক্লিক করুন।

3.এবার শেয়ার বাটনে ক্লিক করুন।

4.এরপর মার্ক করা জায়গায় মেইন গুগল একাউন্টির মেইল এড্রেস দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ,এভাবে প্রত্যেকটি একাউন্টের স্টোরেজ মেইন একাউন্টে শেয়ার করুন তাইহলে একাউন্ট প্রতি ১৫ জিবি করে স্টোরেজ মেইন একাউন্টে যোগ হবে, এবং ১০মেইল একাউন্ট থেকে শেয়ার দিলে ১৫০জিবি স্টোরেজ পাবেন আপনার মেইন একাউন্টে।

এবার মেইন একাউন্ট থেকে স্টোরেজ এক্সেস করার জন্য ড্রাইভ অপেন করে মেইন একাউন্টটি লগিন করে নিন।

স্ক্রিনশটের মতো Shared বাটনে ক্লিক করুন,এবং এখানে আপনি যে ফোল্ডারগুলোর এক্সেস দিয়েছেন সেগুলো দেখতে পাবেন এবং নিজের ইচ্ছামতো আপলোড করতে পারবেন ফাইল ফোল্ডারের ভিতরে ঢুকে।

আশা করি ট্রিকটি সবার ভালো লাগবে ও কাজে
আসবে।কারণ এমন ট্রিক আমরা অনেকেই জানি না।

ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন।
আল্লাহ হাফিজ।
-আহমাদ তাজনুর হাবীব


ফেসবুকে আমি
টেলিগ্রামে আমি

39 thoughts on "আপনার গুগল ড্রাইভে 100-150 জিবি স্টোরেজ নিন একটু টেকনিক খাটিয়ে! Fully safe and secure!"

  1. Ridoy6979 Contributor says:
    Eita kono kotha
  2. Ridoy6979 Contributor says:
    Mail jodi 10ta khulte hoy taile to problem
    1. MaSuMBD420 Contributor says:
      taila apnr ato problem hole kine use koren…
    2. প্রতিমাসে গুগলকে পে করার চেয়ে এইটা অবশ্যই সহজ কওয়ার কথা, তাও ঝামেলা মনে হলে কিনে ইউজ করতে পারেন।
    1. ধন্যবাদ ভাই
  3. Nishat Contributor says:
    hmmm technique ta valoi
    1. ধন্যবাদ ভাই
  4. arifjan89 Contributor says:
    ভাল লাগলো
    1. ধন্যবাদ ভাই মন্তব্য জানানোর জন্য
  5. Mr.Sniper Contributor says:
    Vai Google Photos E ki Photo Auto Upload Hobe Naki Manual Vabe Upload Korte Hobe 1/1 ?
    1. ম্যানুয়াল , আর ফোন রুটেড হলে গুগল ফটোস আনলিমিটেড অটো ব্যকআপ করতে পারবেন।আমার আরেকটি পোস্ট আছে।
    2. imriyad Contributor says:
      auto upload on thakle hobe. kintu apnar drive storage full hoye jabe onek taratari
  6. imtiazzero Contributor says:
    ধন্যবাদ ভাইয়া। অনেক কাজে লাগবে।
    1. স্বাগতম ভাই
  7. H. M. Mozammal Hoque Contributor says:
    ওরে বাটপার, ওরে চিটার

    আপনার পোষ্ট দেখে এই ডায়লগ টা বহুদিন পরে মনে পরে গেলো।
    কিছু মনে কইরেন না। Just Fun 😀😀

    1. বৃষ্টি না হইলে খেলা দেখাইতাম🐸😂
  8. Sohelarman4374 Author says:
    kine use korar cheye eirokom poddoti use kora valo
  9. mchy Contributor says:
    Phone root koren otoba custom rom use koren, unlimited Google Photos storage paben.
    1. Md Abdus Sabur Legend Author says:
      edu mail kora ache unlimited Storage
  10. Arfat Edward Contributor says:
    Evabe bash diye aschi onek age teke 😆
    1. কংগ্রাচুলেশনস 😜🫰
  11. Mahibull Contributor says:
    ধুর মিয়া কিছু বোঝার মত কিছু লিখছেন কথা দিয়ে কি লেখছেন কোন কিছু বোঝা যায় না। Good for nothing.
    1. সবাই বুঝছে, আপনাকে বোঝাতে পারিনি, আমার ব্যর্থতা ভাই,মাফ করে দিয়েন🥲
  12. Shuvo Sutra Dhar Contributor says:
    অনেক আগে থেকেই জানতাম। তবে নতুনদের জন্য অনেক উপকার হবে।
    1. ধন্যবাদ ভাই,সবার উপকার হোক।
  13. MD Musabbir Kabir Ovi Author says:
    অসংখ্য ধন্যবাদ ভাই
  14. Idea123 Contributor says:
    eivabe use kori ..kinto file golo main drive theke upload dite hoi. na hole jetate share kore rakha hoise oitar 15gb upload er por storege full hoye jai.
    1. প্রতিটা ফোল্ডারে তখন ১৫জিবি আপলোড করায় যায় সর্বোচ্চ এর বেশি যায়না
  15. Sharif Contributor says:
    এমনেই ব্যবহার করে আসছি ।
  16. Limon Sarkar Contributor says:
    সবুর ভাই এডু মেইল ইউজ কেমনে আনলিমিটেড স্টোরেজ নেয়া যায় দয়াকরে এই বিষয়ে একটা পোষ্ট দিলে পাবলিক এর উপকার অইতো 🤘
  17. iistiyak007 Contributor says:
    Eivabe chara ar shared drives chara kono upay nei??
    1. আপাতত জানা নেই ভাই
  18. Md Robbani Contributor says:
    ভালোই কাজের পোস্ট

Leave a Reply