আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন।আজকে আমি এমন একটি Topics share করবো যা অনেকেই জানতে ইন্টারেস্টেড। তো বেশি কথা না বলে শুরু করে দেই।

মোবাইল কেমেরের জগতে নতুন করে GCam এর কথা হয়তো নতুন করে বলা লাগবে না। কিন্তু কষ্টের বিষয় হলো সেই GCam গুলো নতুন করে সাপোর্ট করে না।

তার কারণ হচ্ছে মোবাইলের চিপসেট, প্রসেসর, Camera to API এবং ইত্যাদি তারতম্যের কারণে। তাই GCam ব্যাবহার করার হতাশা সেইসব ইউজারদের থেকেই যায়।

তাই আমি আজকে একটি apk দিবো যার মাধ্যমে মোবাইলের স্টক ক্যামেরা থেকে ভালো রেজাল্ট পাবেন। Manual Camera apk টি দিয়ে মোবাইল এর স্টক ক্যাম থেকে better ফটো তুলতে পারবেন নিঃসন্দেহে। যাদের ফোনে GCam সাপোর্ট করে না তারা এটি ব্যাবহার করে দেখুন।

তো চলুন শুরু করা যাক❤️

প্রথমে নিচের লিংক থেকে ক্যামেরা টি ডাউনলোড করে ইনস্টল করে নিন

Manual Camera.Apk

 

ইন্সটল করা হলে apk তে প্রবেশ করুন। এবং সব গুলো option Allow করে দিন।

 

উপরে বাম পাশে থাকবে Raw mode এ ফটো তোলার অপশন। এটি Enable করে Raw mode অথবা Jpg mode 2টি কোয়ালিটি তে ফটো তুলতে পারবেন।

তারপর রয়েছে Grid Option। এটির মাধ্যমে নিজের ইচ্ছা মত গ্রিড ব্যাবহার করে ফটো তুলতে পারবেন।

এর পর ফ্ল্যাশ লাইট Option, Timer, এবং Selfie Camera onn করার option।

সাইডে Manual mode ফটো তোলার জন্য। যেগুলো অটোমেটিক সেট করা থাকবে এবং আপনার ফটো অনুসারে চেঞ্জ হবে।

 

এরপর নিচের সারির প্রথমে রয়েছে Color Effect। এর মাধ্যমে ফটোর কালারে কোনো তারতম্য আনতে চাইলে করতে পারবেন।

 

তারপর রয়েছে Scen Mode। এর মাধ্যমে Portait, Nature, Night, Sunset, Moving Object ইত্যাদি সব ধরনের ফটো তুলতে পারবেন।

 

এর পর রয়েছে Awb Option। এর মাধ্যমে ফটোর কালার পরিবর্তন করতে পারবেন। যদি দিনের বেলার গাছপালার সবুজ প্রকৃতির ছবি তুলতে চান তো Awb Option থেকে Daylight option এ ক্লিক করে ফটো তুলবেন। এভাবে বাকি option গুলো try করবেন।

 

এর পর রয়েছে Focus Option। এর মাধ্যমে ফোকাস কমানো বাড়ানো নিজের মত করে করতে পারবেন।

 

এর পর রয়েছে Exposer Optuon। এর মাধ্যমে ফটোতে লাইট কম বেশি করতে পারবেন।

 

এর পর সেটিং অপশন এ গিয়ে Focus Pointing – On করে দিন

এবং Show angle Line – On করে দিন

এবং Image Quality 100% করে দিন।

 

এর পর আর কিছু করা লাগবে না । ভিডিও ও করতে পারবেন এই ক্যামেরা দিয়ে।

HDR Mode On করে ফটো তুললে ফটো তে Details বেশি পাবেন এবং HDR Off করে ফটো তুললে ফটো Smooth বেশি পাবেন। তাই যেভাবে ভালো লাগে সেভাবে ট্রাই করবেন।

 

আবার বলে রাখি যাদের ফোনে GCam সাপোর্ট করে না তারা এটি ব্যাবহার করে ভালো ফটো তুলতে পারবেন। কিন্তু Gcam ইউজার রা ব্যাবহার করলে তেমন ভালো নাও লাগতে পারে।

 

আজ এ পর্যন্তই Next এ অন্য কোনো Gcam নিয়ে কথা হবে।

তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।

 

যেকোনো প্রয়োজনে আমি ফেসবুকে

ট্রিকবিডি তে আমার অন্যান্য পোস্ট ?

বর্তমানের ভাইরাল Gcam (LMC 8.4 R15) er বিস্তারিত

Lmc 8.4 এর সব ভার্সন এবং বেস্ট প্রিমিয়াম xml ফাইল

https://trickbd.com/android-tips/860129

YouTube Premium Mod প্রায় সব মোবাইলেই চলবে। নিয়ে নিন Youtube Premimum এর সব ফিচার ফ্রী তেই।

 

11 thoughts on "Manual Camera For All Android . যাদের ফোনে GCam সাপোর্ট করে না তাদের জন্য বেস্ট ক্যামেরা ।"

  1. viperbox Contributor says:
    Gcam official YouTube channel er post
    1. Oniichan Contributor Post Creator says:
      Ji Vaia ❤️
      But Riyan Vai er video eita. Post na
  2. Shofikul Islam Author says:
    Apni ki gcam users of Bangladesh ai group ar Member naki?
    1. Oniichan Contributor Post Creator says:
      Ji vaia
  3. MD Rifat Hassan Contributor says:
    App crush kortasa
    1. Oniichan Contributor Post Creator says:
      model and processor?
    1. Oniichan Contributor Post Creator says:
      Welcome ❤️?
  4. Alamgir Contributor says:
    download korte parcina to apps ta..
    1. Oniichan Contributor Post Creator says:
      Google Drive link dewa ache
      Blue Lekha tar upor click korle download page e niye jabe

Leave a Reply