আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?

সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। বলতে গেলে প্রায় প্রত্যেকে ব্যাবহার করেন এটি

কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ডাটা লেনদেন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এ জায়গা জমে যায়। যার ফলে ব্যাবহার করতে সমস্যা এর সম্মুখীন হতে হয় আমাদের।

অনেকেই জানেন না কিভাবে হোয়াটসঅ্যাপ এর মধ্যে অতিরিক্ত অপ্রয়োজনীয় ফাইল বা ডাটা ডিলিট করতে হয়। মূলত তাদের জন্য পোস্ট করা।

তো চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এর অপ্রয়োজনীয় ডাটা গুলো কে ডিলিট করে ফেলবেন।

প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবং থ্রি ডট আইকনে ক্লিক করুন।

এইবার এইখান থেকে সেটিংস আইকনে যান।

এইবার এই জায়গা থেকে storage and Data লিখাতে ক্লিক করুন।

Manage storage লিখাতে ক্লিক করুন।

এইবার এইখানে আপনার যাবতীয় চ্যাট গুলো পাবেন, আপনার যেটা অপ্রয়োজনীয় ফাইল আছে যার সাথে, সেই চ্যাট বক্সটি তে ক্লিক করুন।

আমি একটি চ্যাট এ ক্লিক করলাম সব ফাইল এবং ছবি গুলো চলে আসলো আমি যদি ডিলেট করতে চাই select all লিখাতে ক্লিক করবো। অথবা একটা একটা করে ডিলিট করতে একটা একটা করে অপ্রয়োজনীয় গুলো সিলেক্ট করবো।

Select all হয়ে গেলে ডিলিট এর লোগো তে চাপ দিবো।

এইবার ডিলিট লিখাতে ক্লিক করলে সব ফাইল গুলো ডিলিট হয়ে যাবে।

তো এইভাবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এর অপ্রয়োজনীয় ফাইল ছবি ইত্যাদি গুলো ডিলেট করে জায়গা ফাঁকা করতে পারবেন।

যার ফলে খুব সমুথভাবে ব্যাবহার করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টটিকে।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

4 thoughts on "হোয়াটসঅ্যাপ দিয়ে অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলেট করবেন যেভাবে!!"

  1. Etc Amjad Contributor says:
    ধন্যবাদ, এরকম সুন্দর পোষ্টের জন্য।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জাজাকাল্লাহ খায়রান
  2. Shu Yaib Contributor says:
    Ei first time apnar kono boro post dekhlm…
    Keep it up bro..
    Good post
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

Leave a Reply