হ্যা, অ্যান্ড্রয়েডে chrom extension ব্যবহার করা সম্ভব। কিভাবে করব? কিভাবে করবেন এটা দেখার জন্য আজকের পোস্টটা লিখতে বসেছি। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের পোস্ট শুরু করা যাক।

 

ক্রোম এক্সেনশন চলার জন্য আমাদের ইনডেক্স ব্রাউজার প্রয়োজন হবে। নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

Link: click

 

ডাউনলোড হয়ে গেলে ব্রাউজার টি চালু করুন। এইখানে একটি প্রবলেম আছে। আপনি সরাসরি এখানে সার্চ বাড়ে ক্লিক করে সার্চ করতে পারবেন না । তাই আপনাদের এখানে প্রথমেই (+) আইকনে ক্লিক করে গুগলকে এড করে নিতে হবে। নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন :

যুক্ত হয়ে গেলে আবার গুগলে ঢুকুন । তারপর নিজেই থ্রি ডটে ক্লিক করে ডেক্সটপ মুড চালু করুন।

তারপর ক্রম এক্সটেনশন লিখে সার্চ দিয়ে। অথবা নিজের লিংকে যান।

Link: click

এখানে আপনি আপনার প্রয়োজনীয় এক্সটেনশন সার্চ দিয়ে নিতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করব প্রথমে একটি vpn যুক্ত করে নেবেন। কারণ ব্রাউজারটির ফুল অ্যাক্সেস আপনি বাংলাদেশ থেকে পাবেন না। আমার মত করে একটি ভিপিএন যুক্ত করুন , নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন :

 

যেভাবে আমি ভিপিএন যুক্ত করলাম, সেভাবে আপনারা যে কোন এক্সটেনশন যুক্ত করতে পাবেন। এখন ভিপিএন কানেক্ট হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এখানে শুধুমাত্র ব্রাউজারেই vpn আছে। আর এখানে কোন ধরনের আইকনো শো করবে না। এবার দ্বিতীয়তঃ আপনি একটি এড ব্লোকার যুক্ত করুন। আমি যেটা দেখাচ্ছি সেটাও করতে পারেন, এটি অনেক হাই কোয়ালিটি অ্যাড ব্লকার :

এটা শুধুমাত্র অ্যাড নয়, যত প্রকার ট্রাকার আছে সবকিছু ব্লক করে দিবে।

 

আগেরটার মত করে এখানেও এক্সটেনশনে গিয়ে ভিপিএন এ ক্লিক করুন। দেখুন যদি নিজের মত আইকন শো তাহলে একটিভ হয়ে গেছে।

এইতো আমি বেসিক জিনিসপত্র দেখালাম। এবং ব্রাউজারটা ফুল সেটাপ করে দিলাম। এবার আপনাদের কাজ অনুযায়ী আপনারা ব্যবহার করুন। তবে কথা আছে এখানে সবগুলোই কাজ করবে না। আশা করা যায় 80 শতাংশই কাজ করবে। যেগুলো একান্ত কিবোর্ড ছাড়া চলা যায় না , সেগুলো ব্যবহার করতে পারবেন না।

তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভাল থাকুন সুস্থ থাকুন trickbd এর সাথেই থাকুন।

আরও পড়ুন : “Naruto” anime সিরিজটি এখন দেখুন বাংলায়, সর্বশেষ আপডেট || Naruto Sony yay dub

 

8 thoughts on "ক্রোম এক্সটেনশন কিভাবে অ্যান্ড্রয়েড এর ব্যবহার করবেন? আদৌ কি সম্ভব?"

  1. The Matrix Contributor says:
    Yandex এর চেয়ে Mises ব্রাউজার ১০০০ গুন ভাল এক্সটেনশন সাপোর্ট করে, ট্রাই করে দেখতে পারেন
  2. Leo Nazmul Contributor says:
    Good post,,,,,,,
    কিন্তু বাংলাদেশে yandex এর সাইট ব্লক করা
    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      দয়া করে পুরো পোস্টটা পড়ুন। আমি তো প্রশ্নের শুরুতেই দেখিয়ে দিছি কিভাবে ভিপিএন যুক্ত করবেন।
  3. Random Contributor says:
    Kiwi browser left the chat ?
    1. didarneko Contributor says:
      Yes bro amar kache etai best lage eta chara kono ta use korina!
  4. abusayid.013 Contributor says:
    ফোনে আগে থেকে ডাউনলোড করা এক্সটেনশন ইনডেক্স ব্রাউজারে আপলোড দিবো কিভাবে??
    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Jabe na,

Leave a Reply