আপনাকে একগাদা এসাইনমেন্ট প্রিন্ট করাতে হবে নাইলে স্যার সবার সামনে লুঙ্গির গিট্টু খুলে দিবে কিন্তু জরুরি মূহুর্তে পিসি নষ্ট হয়ে গেল? আপনি কি জানেন আপনার হাতের এন্ড্রয়েড সঠিক পুষ্টি পেলে কম্পিউটারের মত প্রিন্ট করাতে পারে এবং
মানসম্মান অক্ষত রাখতে পারে?
আজকে আমরা দেখবো কিভাবে
পিসি ছাড়া এন্ড্রয়েড দিয়েই প্রিন্ট করা যায়।
যা লাগবেঃ
১। অবশ্যই একটি প্রিন্টার, তারপর
২“PrinterShare apps Downlad”
যদি আপনার প্রিন্টারে WiFi অপশন থাকে তাইলে আর কিছু লাগবে না। যদি প্রিন্টার শুধু ইউএসবি সাপোর্টেড হয় তাহলে –
- OTG ক্যাবল লাগবে।
- এন্ড্রয়েড OTG সাপোর্টেড হতে হবে।
কি কি প্রিন্ট করতে পারবেন?
®ক্যালেন্ডার
®কন্টাক্ট
®ওয়েব পেইজ
®ম্যাসেজ
®কল লগ
®জিমেইলের মেইল
®গুগল ডক
®বিভিন্ন ডকুমেন্টস
যেভাবে সেটাপ করবেনঃ
প্রথমে এপটি নামিয়ে ইন্সটল করুন, ইন্সটল হলে ওপেন করুন। প্রথমে যা যা প্রিন্ট করতে পারবেন তার লিস্ট দেখা যাবে।(Figure 1) ‘Printer-Not selected’ থাকলে মেনুতে যান, Select প্রিন্টারে ক্লিক করুন। এবার অনেক গুলো অপশন থাকবে, Wifi দিয়ে প্রিন্ট করবেন নাকি ইউএসবি দিয়ে প্রিন্ট করবেন ইত্যাদি।
যদি আপনি USB দিয়ে প্রিন্ট করতে চান তাহলে OTG ক্যাবলের সাথে প্রিন্টার কানেক্ট করে মোবাইলে লাগান এবং Nearby – USB সিলেক্ট করুন।
একইভাবে যদি WiFi সাপোর্টেড প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চান তাহলে Nearby – WiFi সিলেক্ট
করুন।
এরপর আপনার কানেক্ট করা প্রিন্টার দেখা যাবে। না পেলে Scan দিন।
Use Generic সিলেক্ট করুন। 4 এমবির মত ড্রাইভার ডাউনলোড করে প্রিন্ট করার উপযোগী করে তুলবে। ডাউনলোড হয়ে কম্প্যাটিবল হলে মেইন পেইজে আসবে এবং
সেখানে প্রিন্টারের জায়গায় আপনার সিলেক্ট করা প্রিন্টার ও গ্রিন সিগনাল দেখাবে।
এবার আপনার যা প্রিন্ট করতে ইচ্ছা তা সিলেক্ট করে দিন। Print চাপুন আর দেখুন কেল্লা ফতে!
(ফ্রি ভার্সনে শুধু একটি টেস্ট ফাইল প্রিন্ট করতে পারবেন। মানে এটা দিয়ে বুঝতে পারবেন যে এই এপ দিয়ে প্রিন্ট করতে পারবেন কিনা। প্রো ভার্সনে সব প্রিন্ট করা যায়)
One thought on "প্রিন্টারে প্রিন্ট করুন এন্ড্রয়েড দিয়ে! sshot"