[Root][Xposed] এবার হোমস্ক্রিনে Clock Widget এর কালার পরিবর্তন করে চমকে দিন সবাইকে – by Riadrox

Introduction

## আমি এক্সপোজড মডিউল এ কারনেই শেয়ার করি, যেন আপনাদের ডিভাইসের কোনো ক্ষতি না হয়।

## কোনো সমস্যা হলে Module টি আনইন্সটল করলেই সমাধান হয়ে যায়।

$# কিন্তু আমি যদি Directly System writable scripts/ zip file দিতাম তাহলে আপনারা আপনাদের ফোনের বারোটা বেজে ফেলতেন।

## তাছাড়া Xposed এপগুলো আপনার ব্যাটারি বা র্যাম কোনোটিতে প্রভাব ফেলে না। কিছু কিছু বাদে।

,
,
,
,
,
,


এটার আসল কাজ কি?

##জেলিবিন হোক বা কিটক্যাট যে ফোনেই তাকান যে জিনসটা আমাদের চোখের সামনে থেকেও চোখের আড়ালে লুকিয়ে থাকে, তা হল হোমস্ক্রিন ক্লক।

## প্রতিদিন কত কাজ করা হয় এই ক্লক (ঘড়ি) দেখেই। আর এটাকে যদি আরও আকর্ষনীয় করা যায় তাহলে সবার চোখেই পড়বে।

## আজকে আমি নিয়ে এলাম Xposed এর সবচেয়ে আনকমন ফিচার, আর তা হল ক্লক উইডজেট এর কালার চেন্জ করা।
এটিকে আনকমন বলছি এই কারনেই , আমি আজ পর্যন্ত কাউকে এটা ব্যবহার করতে দেখিনি।

## যাই হোক, অনেকে হয়ত এখনো বুঝতেই পারেনি আমি কি বলতে চাচ্ছি!! ছবিগুলো দেখুন এমনি বুঝে যাবেন।

,
,

,
,
,
,
,

Classic widget

Digital Widget

Change Color if u can!!

,
,
,

,
,
,
,

যা যা লাগবে

# Xposed Installer (500kb)

# Clock widget color (657.34kb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন Clock widget color ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Clock widget color তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে Xposed >> Modules এ গিয়ে Clock widget color ওপেন করুন আর আপনার পছন্দের কালার দিন।

## রিবুট দিন।

## এরপর হোমসৃক্রিনে আপনার ফলাফল পাবেন। আগে থেকে কনো Widget না দেওয়া থাকলে Phone Widget Menu থেকে সিলেক্ট করতে পারবেন।

 কেউ ইউসি দিয়ে ট্রিকবিডি ভিজিট করবেন না। কারনটা নিজেই জানতে পারবেন। আপনারা সবাই ওপেরা ইউস করুন।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox

5 thoughts on "[Root][Xposed] এবার হোমস্ক্রিনে Clock Widget এর কালার পরিবর্তন করে চমকে দিন সবাইকে – by Riadrox"

  1. SuJoN HaSaN MunnA Contributor says:
    ভাই হেল্প করেন আমাকে
    আমি কিভাবে আমার স্যামসং কোর প্রাইম রুট করবো
    প্লিজ ভাই বলেন
  2. gourango saha Contributor says:
    ভাইয়া পরীক্ষা টা হয়েআযাজ তোমার সাথে অনেক কথা অাছে
  3. Rabby Hasan Contributor says:
    ভাই আপনি রম পোর্টিং এ কোন টিউটোরিয়াল follow করেন?
  4. md musa Contributor says:
    riadrox vai . amake ektu help koren plz.
    ekhono projonto Ami karo kastheke kono help
    painai. ASA kori apnar kastheke Pabo. amar
    symphony v70 er ekta custom ROM lagbe plz
    den… Vai??????
  5. Rakib sr. Contributor says:
    হুম ঠিক বলেছেন…
    uc দিয়ে অনেক পূর্ব থেকেই সমস্যা হচ্ছে

Leave a Reply