Introduction:
আসসালামু আলাইকুম। আসা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের brightness ইচ্ছেমতো কমিয়ে, মোবাইলের ক্ষতিকর আলো থেকে আপনার চোখকে রক্ষা করবেন। তো চলুন শুরু করা যাক।
বিশেষ করে আমরা যারা রাত্রে মোবাইল ফোন ব্যবহার করি, তাদের তো অবশ্যই এই পদ্ধতি ফলো করে মোবাইলের ব্রাইটনেস কমানো অত্যন্ত জরুরি। কারণ মোবাইলের আলো আমাদের চোখে দিনের তুলনায় রাত্রে বেশি এফেক্ট করে। আর এই পদ্ধতি ফলো করে আপনি আপনার মোবাইলের যথেষ্ট পরিমাণ ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন।
আমি এই প্রক্রিয়াটি আমার Samsung Galaxy S Duos 2 তে করে দেখিয়েছি। তবে আপনি আপনার যেকোনো এন্ড্রয়েড ফোন এটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
Some Screenshots:
এখানে আমি আপনাদের সুবিধার্থে কিছু ScreenShot শেয়ার করেছি। যাতে আপনারা এটি আপনার ফোনে এপ্লাই করার পূর্বে একটু ধারণা পেতে পারেন যে এটি এপ্লাই করার মাধ্যমে আপনার ফোনের কতটুকু brightness কমিয়ে আনা সম্ভব। এখানে প্রথম ScreenShot হলো এটি এপ্লাই না করে এবং পরের গুলো হলো এটি এপ্লাই করার পর। আশা করি এগুলো দেখে মুটামুটি একটা ধারণা পেয়ে গেছেন।
যা যা লাগবে:
>> Xposed installer
কার্যপদ্ধতি:
>> যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।
>> Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।
>> এবার Reboot চাইবে। Cancel করুন।
>> এখন Screen filter ইনস্টল করুন।
>> আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Screen filter এ টিক দিন।
>> এবার Framework এ গিয়ে soft Reboot দিন।
ব্যাস কাজ শেষ।
আমার কাজে দিল।
ধন্যবাদ ভাই! 🙂
phone root+ xpoosed install kora ache !