অনেক কে দেখি পেইড এপ্লিকেশন টাকা দিয়ে কিনে বন্ধুদের মাঝে একটু আলাদা হওয়ার চেস্টা করেন । আমার চোখে এটি খুব খারাপ লাগে । বাংলাদেশের প্রেক্ষাপটে সবার জন্য পেইড এপ্লিকেশন ব্যাবহার করা সম্ভব হয় না । তাছাড়া আমরা যদি পেইড এপ্লিকেশন গুলো ফ্রি ব্যাবহার করতে জেনেও কিনে ব্যবহার করি তাহলে দেশ থেকে অনেক টাকা বিদেশে চলে যায় । আমার মনে হয় এটি আমাদের জাতীর জন্য ক্ষতিকর  কথা বাড়ালাম না । আজকে আপনাদের একটি ব্লাক মার্কেট এপ্লিকেশন শেয়ার করবো যা দিয়ে আপনি পেইড ভার্সন এর এন্ড্রয়েড এপ্লিকেশন গুলো বিনা মুল্যে ডাউনলোড করতে পারবেন ।

এটি কিছুটা প্লে স্টোর এর মত । সকল এন্ড্রয়েড ডিভাইস এবং ভার্সন এ সাপোর্ট করবে আশা করি । প্রথমে ব্লাক মার্কেট এপ্লিকেশন টি এখান থেকে ডাউনলোড করুনঃ

Click to Download Black Market

তারপর এটি আপনার এসডি কার্ড এ কপি করুন তারপর ইন্সটাল করে ধুমছে পেইড এপ্লিকেশন গুলো ডাউনলোড করুন । আপনি কম্পিটার অথবা মোবাইল,ট্যাব্লেট দিয়েও করতে পারবেন ।

ও আরেকটা জিনিষ দেওয়ার কথা বলেছিলাম সেটা হল একটা সাইডবার , যা আপনার ফোনের চেহারা টা পাল্টিয়ে দিবে । হ্যাঁ আমি সাইডবার প্রো এর কথা বলছি যা কি না দাম ২ ডলার !!!

অ্যাপসটির সুবিধাঃ

অ্যাপসটি খুব ফাস্ট কাজ করে এবং সাইডবারটা অ্যানিমেটেড।
ইন্সটল করা যেকোনো অ্যাপস শর্টকাট হিসাবে সাইড বারে দেওয়া যাবে।
খুব সহজে অ্যাপস ইন্সটল করা এবং রিমুভ করা যাবে।
ডিফল্ট ভাবে বেশ কিছু উইজেট দেওয়া আছে যেমনঃ টর্চ, ব্রাইটনেস, সাউন্ড, ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি।

Click Here to Download

Bye.

Leave a Reply