আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

অনেকেই বলেন চাইনিজ ফোনের সাউন্ড শুনে নাকি খুব একটা মজা পান না,আজ এই সমস্যার সঠিক সমাধান নিয়েই আমার এই পোস্ট।

sound

চাইনিজ ফোন গুলো মূলত MTK Processor দিয়ে বানানো হয়ে থাকে,আর এই ফোন গুলোতে যেই সাউন্ড ইঞ্জিন গুলো দেয়া থাকে তা খুব একটা ভালো মানের নয়।যেমন উদাহরণ স্বরুপ বলা যেতে পারে সনির কথা।সনি তাদের ফোনে সব সময় ভালো মানের সাউন্ড আউটপুটের জন্য একটি বিশেষ ধরণের সাউন্ড ইঞ্জিন দিয়ে থাকে।সনির বহুল আলোচিত একটি সাউন্ড ইঞ্জিন হলো Clear Audio+ With Walkman.তাই সনি মোবাইল গুলোতে গান শুনলে সবাই হারিয়ে যায় অন্য এক ভুবনে,গান শুনার মাত্রাকে নিয়ে যায় অন্য এক লেভেলে।

কিন্তু চাইনিজ ফোন গুলিতে এইরকম কোন সাউন্ড ইঞ্জিন না থাকার ফলে আপনারা গান শুনে খুব একটা মজা পান না।তবে রুট ইউজার যারা আছে আছে তারা বিভিন্ন এপ এর মাধ্যমে সাউন্ড কে কাস্টমাইজ করে গান শুনেন,তার মধ্যে বহুল আলোচিত দুটি এপ্স হলো-ভাইপার এফ এক্স এবং আরেকটি হলো ডলবি ডিজিটাল প্লাস।

এখন কথা হলো আনরুট ইউজার রা তাহলে কি করবে?

আজ আমি আনরুট ইউজার দের জন্য নিয়ে এলাম একটি সাউন্ড মোড করার এপ,যা আপনার মিউজিক শুনার স্টাইলকে নিয়ে যাবে অন্য এক লেভেলে।এপটির নাম হলো Bass Booster Pro.apk

যেহেতু নামের শেষে প্রো আছে,সেহেতু বুঝতেই পারছেন এটি একটি পেইড এপ।এই এপটি রুট এবং আনরুট ইউজার সকলেই ব্যবহার করতে পারবেন,সাজিয়ে নিতে পারবেন ইচ্ছে মত ইকোয়েলেজার রক,পপ,ফ্লাট কিংবা হিপ হপ,বাড়িয়ে নিয়ে পারবেন বিট/বেস।আরো আছে অনেক ফিচার।

তো আর দেরী কেন এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এপটি।আর গান শুনে হারিয়ে যান অন্য কোন এক ভুবনে।

App Name: Bass Booster Pro.apk
Size: 1.37MB
Download Here (1.3 MB)
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন।

2 thoughts on "এবার আপনার চাইনিজ ফোনের সাউন্ড কে বানিয়ে ফেলুন ব্রান্ডের ফোনের সাউন্ডের মতন!"

  1. bappu Contributor says:
    amar post gola published hoi na je ki korbo??
  2. Mamun Raihan Contributor says:
    amr phone e system apps e ase Dolby….

Leave a Reply