আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকে এই কামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Trickbd Is On Facebook

এবার নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download

এই পৃথিবীটা আসলেই অনেক অদ্ভুত। এতো অদ্ভুত এবং আশ্চর্য হওয়ার মতো কাণ্ড ঘটে সারা পৃথিবীতে যা যে-কাউকেই অবাক করে দিতে সক্ষম। যদি উদাহরণ দিতে যাই; তাহলে বলতে হবে:

– সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি!!

– পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে।

– শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন!!

– “গ্রহরাজ” হিসেবে পরিচিত “বৃহস্পতি” গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!

– পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে!!

– “level” শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও তা একই থাকবে!!

– রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪-৪৮ ঘণ্টা।।

– আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।

এরকম অসাধারণ সব তথ্য আর অবাক করা সব পরিসংখ্যান নিয়ে এই অ্যাপটি সাজানো হয়েছে। আশা করি সবার ভাল লাগবে।

===========================================================

আরও কিছু আশ্চর্যজনক তথ্য যোগ করা হয়েছে নতুন আপডেটে। যেমনঃ

– পৃথিবীর বিভিন্ন দেশের অদ্ভুত সব আইন।
– ক্রিকেট খেলার অদ্ভুত এবং আশ্চর্য ঘটনাবলি।

– আমাদের মানবদেহের অসাধারণ সব কার্যক্রম।
– অদ্ভুত প্রাণিজগৎ।

Always Stay With Trickbd.Com

3 thoughts on "বিশ্বের আশ্চর্যজনক ঘটনা এবং অসাধারণ সব তথ্য নিয়ে তৈরি করা হয়েছে এই Android অ্যাপটি। নিয়ে নিন অনেক কিছুই জানবেন এই App টির মাধ্যমে"

  1. TrickBD Pr says:
    “এর পর থেকে আর Uploadex এ আপলোড দিয়ে অ্যাপস শেয়ার করবেন না”
    “ধন্যবাদ”
  2. towsif Contributor says:
    vai amakay bolben ay app ti ki vabay banano
  3. hasan46 Contributor says:
    vi Download korte parchi na. kichu ak ta shomadan dyan.

Leave a Reply