[Apps] যেকোনো এন্ড্রয়েডে ফ্লোটিং
স্ক্রিনেই সব
হার্ডওয়ার বাটনের
সুবিধা!

একটা এপ নামাইছি গতকাল।
নামানোর পর থেকেই হাত
নিশপিশ করতেছিলো একটা
রিভিউ দেয়ার জন্য তাই
কীবোর্ড হাতে বসে পড়লাম।
আসলে ঘটনা হইছে আমার ফোনের
হার্ডওয়ার বাটনগুলা মানে ব্যাক,
হোম আর অপশন বাটন গতপরশু থেকে
কাজ করছিলো না। মানে
একেবারেই কোন রেসপন্স নেই।

এমনিতেই হাতে টাকা নাই এর
উপরে আমার ওয়ালটন প্রিমো
এনএক্স এর ডিসপ্লে আর টাচ
একসাথে কম্বাইন্ড করা। ওয়ালটন
কেয়ারে টাচ চেইঞ্জ করতেই
৭০০০ টাকার মত লাগবে বলল :O :/
বাইরে থেকে চায়না ডিসপ্লে
লাগাইতেও ৩০০০ টাকার মত চায়
:/ মহা ফাপরে পড়ে গুগল
প্লেস্টোরে হানা দিলাম।

অনেকেই যারা আইফোন ইউজ
করেছেন বা ইউজ করা দেখেছেন
তারা Assistive Touch সম্পর্কে
জানেন সম্ভবত। এই অপশন এনাবল
করা থাকলে আইফোনের স্ক্রিনে
একটা ফ্লোটিং (ভাসমান) বাটন
দেখা যায় যেটা দিয়ে
আইফোনের হোম বাটন প্রেস না
করেও হোম বাটনের কাজ করা
যায়। তো আমার ফোনের বাটন নষ্ট
হবার পর আমি এই জিনিসিটার
অভাব সবচেয়ে বেশি ফীল

করছিলাম। কিন্তু হটাৎ মনে হল
আইফোনের আছে এন্ড্রোয়েডের
এইরকম জিনিস থাকবেনা সেটা
কিভাবে হয়? প্লেস্টোরে খুজে
মনের মত এপও পেয়ে গেলাম।

এপটার নাম Easy Touch। || (Download)

এপটা ফ্রী কিন্তু এড দেখাবেনা,
ইন এপ পারচেজও নাই, তার উপরে
ফ্রী থিম আছে অনেক। এপ ইন্সটল
করার পর এপ ওপেন করলে সব ক্লোজ
করে দিলে স্ক্রিনে দেখবেন
একটা ফ্লোটিং বাটন চলে
আসছে সেইটাতে ক্লিক করলে
এইরকম দেখতে পাবেন

দেখেই বুঝতে পারছেন কি কি
করা যাবে।তবে আপনি মাত্র
অর্ধেকও দেখেন নাই এখনো
ব্যাক বাটনের কাজ করার জন্য
প্রথমবার Accessibility থেকে Easy
Touch অন করে দিতে বলবে। আর লক
স্ক্রিনের জন্য প্রথমবার Device
Administrator হিসেবে একটিভেট
করে দিতে বলবে। এরপর একস্পর্শেই
আইফোনের মজা নেন এন্ড্রয়েডে।
এই স্ক্রিনের Photograph এ ক্লিক
করলে আবার পাবেন এইরকম একটা
উইন্ডো। সেলফি অপশনে ক্লিক
করলে নিচের ছবিটার মত একটা
উইন্ডো পাবেন।

এছাড়া উইন্ডোর মাঝে ব্যাক
করার বাটন রয়েছে সবখানেই।
মেইন ফ্লোটিং উইন্ডোর মাঝে
(১ লেখা যেখানে) ক্লিক করলে
আরেকটা পার্ট আসবে নিচের মত।

দেখে বুঝতেই পারছেন এখানে
অনেক কিছুই করা যাবে।

সেটিংস থেকে সহজেই
ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মত
জিনিসগুলা অন অফ করা যাবে।
টুলবক্সে ফ্লাশলাইট অন অফ করা সহ
এলার্মক্লক, ক্যালকুলেটর আর
ক্যালেন্ডার পাবেন। একটা কথা
বলা হয়ে থাকে যে
এন্ড্রোয়েডের রুটেড ইউজাররা
একটু বেশিই পায়। রুট নিডেড
অপশনটা দেখে নন রুটাররা
হাহুতাশ করলে আমার কিচ্ছু করার
নেই এইখানে পাবেন বাটন না
চেপেই স্ক্রিনশট নেয়া বা
পাওয়ার বাটন প্রেস না করেই
পাওয়ার বাটনের অপশন গুলা।
তাছাড়া হার্ডওয়ার অপশন
বাটনের অপশনও পাবেন এখানে

তাহলে আর দেরি কেন এখনই ইন্সটল
করে নেন আর আপনার মোবাইলের
বাটনগুলারে টেপাটিপির হাত
থেকে মুক্তি দেন |

ধন্যবাদ।

(Recommended to use Opera7.5/UC Mini to download)

Author: RiadRox
FB: fb/riad228
Email: [email protected]

::::….ট্রিকবিডিতে আমার সকল পোস্ট….::::

4 thoughts on "[Apps] যেকোনো এন্ড্রয়েডে ফ্লোটিং স্ক্রিনেই সব হার্ডওয়ার বাটনের সুবিধা!"

  1. Nasir Uddin Nobin Administrator says:
    * ওয়াপকা লিংক অনেক ব্রাউজার থেকেই ব্রাউজ করা যায় না।
    * ফ্রি ডোমেইন গুলো মেয়াদ শেষ হলে, অনেক সময় ফ্রিতে আর রিনিও হয় না। তখন এই লিংক আর কাজ করবে না।
    * অ্যাপের প্লেস্টোর লিংক প্রথমে দেন, তারপর থার্ডপার্টি ভাল কোয়ালিটির আপলোডারের লিংক দিতে পারেন।

    ধন্যবাদ

    1. Riadrox Legend Author Post Creator says:
      ওয়াপকার লিঙ্ক অনেক ব্রাউজারে যায় না তাই মিরর লিংক দেওয়া হয়েছে যা একটি লাইফটাইম হোস্টিং।
      কিন্তু স্বল্পমেয়াদি ডোমেইন থাকার কারনে লিংক কাজ করে না জানি। আমি নিজেও অনেক সমস্যায় পড়েছি।তাই ডোমেইন এক্সপাইরড হওয়ার আগেই লিংক আপডেট করা হবে।
      আর পরামর্শের জন্য ধন্যবাদ,ভবিষ্যতে প্লেস্টোরের লিংক দেওয়া হবে
    2. fahim Contributor says:
      নাসির ব্র,
      যদি পারেন টিউনার বানাইয়েন ছুট্ট ভাই খুশী হব।।
  2. skhimelbd Contributor says:
    I agree with riad

Leave a Reply