আসুন ২ মিনিটে শিখে নেই ফেসবুক ফটো ভেরিফিকেশন।


 

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
ট্রিকবিডির সাথে এইটা আমার ১৩ম পোষ্ট।ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।যদিও এই ট্রিক অনেকেই জানেন।তবুও যারা জানেন না তাদের জন্য।


 

 

তার আগে প্রথমেই বলে নেই কেও এই ট্রিক দিয়ে ব্যাবসা করবেন না।কারন আজকাল ফেসবুকে দেখি ৫০/১০০ টাকায় আইডি ঠিক করা হয়।আমি নিজেও দুইবার ৫০ টাকা দিয়ে আইডি ঠিক করে নিছি।আর তাও যদি করেন তাইলে আমার নামে মসজিদে ১০ টাকা করে দান কইরেন যাতে আরো ভাল কিছু করতে পারি। ???

যাইহোক কাজের কথায় আসি।ভেরিফিকেশন ভিভিন্ন সিস্টেমে করা যায়।আমি সেয়ার করবো একদম সহজ ট্রিক।


 

-:যা যা লাগবে:-

১. একটি VPN অ্যাপ।এই লিংক থেকে ডাউনলোড করে নিন।

২. এন্ড্রোয়েট ফোন।



 

-:কিভাবে করবেন:-

 

 

১। প্রথমে VPN কানেক্ট করুন জাপান প্রক্সি দিয়ে।

 

২। আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে ফেসবুক লগিন করুন।

 

৩। ইমেল পাসওয়ার্ড দিন।

 

এখানে একটা প্রব আছে তা হলো ইমেল দিয়ে ফেসবুক খোলা থাকলে সিকিউরিটি Question চাইবে জন্ম তারিখ,মাস,আর সাল।আর যদি ফোন নাম্বার দিয়ে খোলা হয় তাহলে দেখবেন ফোন নাম্বার দেয়ার ঘর পাবেন তার উপরে দেশ সিলেক্ট করার অপশন পাবেন।সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বার দিন।

এবং একটা কোড যাবে নাম্বারে সেইটা পরের পেজে কোড বসানোর যায়গায় দিন।

আর হ্যা অনেক সময় যে নাম্বার দিয়ে ফেসবুক খোলা আছে সে নাম্বারেই কোড যায় সুতরাং সেই সিম ওপেন রাখুন।

কোন সমস্যা হলে কমেন্টে জানান।সাথে সাথে সলভ করার চেস্টা করবো ইনশাল্লাহ।



 

আর হ্যা ফোন থেকে ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যাবহার করুন।Create Download link ক্লিক করলে অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।

Untitled


 

 

 

পোষ্টটি সর্বপ্রথম আমার সাইটে প্রকাশিত

 

©Sykot Ovi

6 thoughts on "আসুন শিখে নেই দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে ফেসবুক ফটো ভেরিফাই।তাও আবার মাত্র দুই মিনিটেই।"

  1. Sadman Sakib Contributor says:
    ভাই কাজ হয় না কেন?
  2. Md Burhan Uddin Contributor says:
    কি হল ভাই Create Download link এই লেখাই ত নাই তা ডাউনলোড করব কইত্তে

Leave a Reply