কম্পিউটার ব্যবহার করতে হলে নানারকম সফটওয়্যার তো আমাদের ইন্সটল করতে হয়, কিন্তু অনেক সফটওয়্যার ইন্সটল তো হয় কিন্তু আনইন্সটল বা রিমুভ করতে গেলেই নানারকম সমস্যা হয়।

আপনিও যদি এইরকম সমস্যাই জর্জরিত হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য।

আর যদি এমন সমস্যাই আপনি না পড়ে থাকেন অর্থাৎ আপনার কম্পিউটারের সমস্ত সফটওয়্যার সুন্দর ভাবে আনইন্সটল হয়ে যায় তবুও আপনি এটা ব্যবহার করতে পারেন।

Absolute-Uninstaller

কেন করবেন সফটওয়্যার আনইন্সটলার?

যদি আপনি প্রতিনিয়ত নানারকম নতুন নতুন সফটওয়্যার আপনার উইন্ডোজ কম্পিউটারে ইন্সটল করেন তাহলে এটা ব্যবহার করতে পারেন, নাহলে প্রয়োজন নেই।

কারন আপনি আপনার কম্পিউটার থেকে সফটওয়্যার রিমুভ করলেও কিছু কিছু সফটওয়্যারের কিছু ফাইল ও ফোল্ডার আপনার কম্পিউটারে থকেই যায়।

কিন্তু এই Absolute Uninstaller ব্যবহার করলে সেগুলি আর থাকবে না, সম্পূর্ণ রুপে সবকিছু ডিলিট হয়ে যাবে।

সফটওয়্যারের কাজ সম্পর্কে তো জানলেন এবার ডাউনলোড করে নেন নিচের লিংক থাকে, তবে যদি আপনার দরকার থাকে।

ডাউনলোড লিংক

কিভাবে কাজ করবেন?

সফটওয়্যারটা ইন্সটল করে দেখুন, কাজ করা খুব সহজ তাই আর কিছু বলব না।

এই কাজ করার জন্য অনেক জনপ্রিয় সফটওয়্যারও আছে কিন্তু এটা সবথেকে সহজ বলে এটা দিলাম।

তবে না পারলে জানাবেন। আশা করি পারবেন।

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।

Leave a Reply