আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার (বিশেষ করেWalton, Symphonyজাতীয়) এন্ড্রয়েড ফোন।

ধাপ ১ঃএই

Download লিঙ্ক হতে

Android Usb Dr iversডাউনলোড কঅরুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ। ইন্সটল করা শেষ হলে পরের ধাপ লক্ষ্য করুণ।

ধাপ ২ঃ আপনার এন্ড্রয়েড ফোন বন্ধ করুণ এবং ব্যাটারি খুলে ফেলুন।

ধাপ ৩ঃআপনি যে ফোনটি ফ্ল্যাশ করতে চান সেই ফোনের স্টক রম ডাউনলোড করুণ এবং ফাইলটি আপনার কম্পিউটারেExtractকরুণ।

ধাপ ৪ঃডাউনলোড এবং আপনার কম্পিউটারেSP Flash Tool (Smart Phone Flash Tool) Extractকরুণ।

৫ঃএখনFlash_tool.exeওপেন করুণ (এটি ধাপ ৬ এ দেখতে পাবেন)।

ধাপ ৬ঃএখনSP Flash Tool.exeটি ওপেন হইছে। ডান পাশেরScatter-Loadingবাটনে ক্লিক করুণ।

ধাপ ৭ঃএখনScatter-Loadingফাইলটি খুঁজুন (আপনার ডাউনলোড করা স্টক রমেরFirmwareফোল্ডারে পাবেন)।

ধাপ ৮ঃএখন উপরেরDownloadবাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।

ধাপ ৯ঃএখন, আপনার এন্ড্রয়েড ফোনটি (ব্যাটারি ছাড়া)Usb Cableএর মাধ্যমে কম্পিউটারের সাথে কনেক্ট করুণ। কম্পিউটারের সাথে কানেক্ট করার পরVoloum UpবাVoloum Downচাপুন, যাতে করে আপনার কম্পিউটার সহজেই আপনার এন্ড্রয়েড ফোনটি ডিটেক্ট করতে পারে।

ধাপ ১০ঃযখন ফ্ল্যাশ সম্পূর্ণ হবে, তখন Download ok(সবুজ বৃত্ত) পপআপ বার্তা পাবেন।

ধাপ ১১ঃ এখন আপনার কম্পিউটার থেকেSmart Phone Flash Toolটি ক্লোজ করুণ এবং আপনার এন্ড্রয়েড ফোনটি কম্পিউটার থেকেDisconnectকরুণ। ফ্ল্যাশ শেষে ফোনটি চালু করতে একটু সময় লাগবে (পাঁচ মিনিটের মত) ভয়ের কিছু নাই।
মনে রাখবেনঃ
আপনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না। সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন।
ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।
উপরের Installable USB Drivers টি প্রায় সব এন্ড্রয়েড ফোন কাজ করবে।

4 thoughts on "আপনার Symphony বা Walton এন্ড্রইড ফোন ফ্লাস/সফ্টওয়ার আপডেট দিন নিজে নিজেই। Full Tutorial"

  1. Riadrox Legend Author says:
    adb dilei hoye gelo!! moger mulluk
  2. IT Expert Legend Author says:
    Adb die sob android flash deoa jay na!
  3. silversun Contributor says:
    amar rom folder e scatter file ta pawoa jacche na.
  4. IT Expert Legend Author says:
    Mtk droid tools die scatter file banie nin.

Leave a Reply