আমরা বাংলাদেশের নাগরিক, তাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানা দরকার;
আমার মনে হয় আমাদের বেশির ভাগ লোকের কাছে বাংলাদেশ সংবিধান নেই । কিন্তু নিজের দেশের নাগরিক হিসেবে আমাদের নিজের অধিকার সম্পর্কে জানতে হলে এই সংবিধান সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা দরকার। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর (Android Apps+PDF) ফাইল ।
১৭ সেপ্টেম্বর ২০১৪ সালের ষোড়শ সংশোধনী সহ এ সংবিধান মোট ১৬ বার সংশোধীত হয়েছে। এই সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের মোট সংখ্যার দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। তবে ত্রয়োদশ সংশোধনী বাতিলের আদেশে বাংলাদেশ সুপ্রীম কোর্ট রায় দিয়েছে যে, সংবিধানের মূল কাঠামো পরিবর্তন হয়ে যায় এরুপ কোনো সংশোধনী এতে আনা যাবে না; আনা হলে তা হবে এখতিয়ার বহির্ভূত।[১]
বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইন নয়;- সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগলিক সীমারেখা বিধৃত আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সকল ক্ষমতার উৎস হলেও দেশ আইন দ্বারা পরিচালিত হবে। সংবিধানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।
যাইহোক আর বেশি কিছু বলবো না; দরকার হতে পারে তাই ডাউনলোড করে রাখুন…. আমাদের এই সংবিধান।
এন্ড্রুয়েড অ্যাপ্সঃ
Filename: Bangladesh Constitution_v1.0.0_apkpure.com.apk
Size: 1.1 MB
PDF ফাইলঃ
Filename: Bangladesh Constitution.pdf
Size: 1.1 MB
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে “Create Download Link” Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-অবশ্যই Adblock Plus ব্যবহার করুন।
৫-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আজ এই পর্যন্তই , সবাই ভাল থাকবেন, আর কেমন লাগলো জানাবেন কিন্তু;
“ধন্যবাদ”