জ্যাম ঠেলে অনেক সময় ধরে রাস্তায় কাটিয়ে মার্কেটে যাওয়ার পর তাঞ্জিলা দেখলেন বসুন্ধরা সিটি বন্ধ। কারণ সেদিন মঙ্গলবার। রাজধানীতে পর্যায়ক্রমে সপ্তাহের একটি দিন মার্কেট বন্ধ থাকে। এ বিষয়টি জানা না থাকায় মিরপুর থেকে তার আসাটা বৃথাই গেল। রাজধানীর কোন মার্কেট কবে বন্ধ, তা জানা না থাকার ফলে অনেকের সময় ও কষ্ট বৃথা যায়। তাই তানজিলার মতো এ ভুল যেন সবার না হয় সেজন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে ‘রূপান্তর’ নামে দেশের অ্যাপ নিমার্তা প্রতিষ্ঠান।
‘ঢাকা মার্কেট’ নামের এ অ্যাপের সাহায্যে রাজধানীর মার্কেট বন্ধ থাকার খোঁজখবর জানা যাবে।
তাহলে প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
[Note : Download করতে Uc,Chrome & Firefox Use করবেন।]
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো:
১. সময় ও শ্রম বাঁচাবে তথ্যবহুল এ মার্কেট ডাইরেক্টরি।
২. ঢাকার কোন মার্কেট কোন দিন বন্ধ তা জানা যাবে এটির মাধ্যমে।
৩. এতে রয়েছে ম্যাপ সুবিধা। ক্যামেরা ম্যাপের মাধ্যমে মার্কেটটির লোকেশন জানা যাবে।
৪. এটি ইন্সটলের পর প্রথমবার চালু করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
Thanks All Viewers…….
2 thoughts on "এবার আপনার Android থেকেই জেনে নিন কোন মার্কেট কবে বন্ধ,এতে রয়েছে ম্যাপ সুবিধা। ক্যামেরা ম্যাপের মাধ্যমে মার্কেট টির লোকেশন জানা যাবে, খুবই দরকারি একটি Android Apps"