বর্তমান প্রায় সব সিম অপারেটর রাই বিভিন্ন মেগাবাইটের অফার দিয়েই যাচ্ছেন কিন্তু সেগুলোর মেয়াদ থাকে খুবই সীমিত।যার দরুণ এম্বি নিয়ে আমাদের ভোগান্তি থেকেই যাচ্ছে।কিন্তু জিপি সিম গ্রাহকরা আবারো খুব সহজেই এম্বির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন ছোট একটি অ্যাপের সাহায্যে।
.
◎অ্যাপ পরিচিতি :
⏩অ্যাপের নাম:Flexiplan Of GP
⏩ভার্সন:v1.0
⏩সাইজ:২.৭৮ এম্বি
●ডাউনলোড লিংক: Download Flexiplan Of GP
ডাউনলোড করতে হলে ডিফল্ট বা UC Browser দিয়ে লিংকে গিয়ে create Download এ ক্লিক করবেন।প্লেস্টোর অথবা অন্য কোন ট্যাব অপেন হলে ব্যাকে এসে আবার create download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে
.
বিস্তারিত :প্রথমেই উপরে দেয়া লিংক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন।এবার অপেন করলেই গ্রামীণফোন ফ্লেক্সিপ্লান পেইজ আসবে।সেখান থেকে আপনি নিজের ইচ্ছামতো মিনিট,এসএমএস, এম্বি কিনতে পারবেন এবং সেভাবেই ইচ্ছানুযায়ী মেয়াদ ও বাড়িয়ে নিতে পারবেন।।আমরা যেহেতু এম্বির মেয়াদ বাড়াবো সো মিনিট এর ঘর শুন্য(০) টিক দিয়ে রাখুন।তেমনিভাবে এসএমএস এর ঘর ও শুন্য এ ক্লিক করুন।এবার এম্বির অপশন থেকে যেকোন এম্বি প্যাক সিলেক্ট করুন।ধরুন আপনি চার এম্বি নিলেন তারপর নিচের মেয়াদের ঘর থেকে ১০,১৫,৩০ দিন যেকোন একটিতে সিলেক্ট করে “এখনই কিনুন”লেখায় ক্লিক করুন।প্যাকটি কিনতে আপনার কতো টাকা লাগবে সেখানেই সেটা লেখা থাকবে।
[img id=116191]
অতঃপর নেক্সট পেইজ আসলে আপনার গ্রামীণফোন সিমের নম্বর ইনপুট করে সাবমিট করলে একটি মেসেজ আসবে যেখানে একটি পিন কোড থাকবে।সেই পিন কোডটি খালি বক্সে দিয়ে সাবমিট করলেই আপনার মুল এম্বির সাথে আরো চার এম্বি যোগ হয়ে এম্বির মেয়াদ বেড়ে যাবে।চেক করতে ডায়াল করুন *566*10#
যেসব এম্বির মেয়াদ *566*10# ছাড়া অন্য কোড দিয়ে চেক করা হয় সেগুলোর মেয়াদ বাড়বেনা।
.
আমাদের পোস্টগুলো ভাল লাগলে লাইক,কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।
পোস্ট টি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
11 thoughts on "ছোট একটি অ্যাপ দিয়ে একদম সহজেই জিপি সিমের এম্বির মেয়াদ বাড়িয়ে নিন,নিজের ইচ্ছামতো!!!❄"