আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
অনেক কষ্ট করে টিউন লিখি আপনাদের মূল্যবান মতামত টিউন লিখতে উৎসাহ প্রদান করে।তাই আবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না প্লিজ।আর হ্যা আমি সব সময় চেস্টা করি বেস্টটায় সবাইকে দিতে।অ্যাপ গুলো আমি নিজের জন্য ডাউনলোড করি দেন টেস্ট করি ভাল লাগলে সেয়ার করি আর সেটা কোন ব্যাবসায়িক উদ্দেশ্যে নয়।বিশ্বাস না হলে আমার ফেসবুক পেজ ,গ্রুপ বা সাইট দেখে আসুন। ।এখন বলতেই পারেন তাহলে এমন সাইটে কেন আপলোড করি।সত্যি কথা বলতে কে কোন কটিপতির ছেলে এখানে অ্যাপ সেয়ার করতে আসবে না।স্টুডেন্ট মানুষ যদি এখান থেকে অন্তত নেট খরচ টা আসে তাইলে অনলাইন এক্টিভিটি টা একটু থাকে।
টাইটেল দেখে হয়তো অনেকেই বুঝে ফেলছেন আবার অনেকেই হয়তো বুঝতে পারেননি।যাইহোক আমরা অনেকেই হয়তো অনেক রকম ক্যামেরা অ্যাপ ইউজ করে থাকি।আজ পর্যন্ত কোন অ্যাপে কি দেখছেন ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরা দিয়েই এক সাথে ছবি তোলা যায়?
তবে নেট ঘাটাঘাটি করতে করতে অ্যাপটি পেয়ে গেলাম।তাই ভাবলাম সবার সাথে সেয়ার করি।এছাড়াও অ্যাপে কিছু বিশেষ ফিচার পাবেন।
তো চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সর্ট রিভিউ।
- অ্যাপ নেম-FontNback camera.apk
- এক সাথে দুইটা ক্যামেরা ওপেন এবং পিক ক্যাপচার করা যায়।
- চাইলে সর্ট ক্যাপশন এড করা যায়।
- ইন্সট্যান্ট সেয়ারিং অপশন।
- ছবির কোয়ালিটি ঠিক থাকে ।
- লোকেশন এডিং।
- সেলফ টাইমার সেটিং।
সহ আরো অনেক কিছু পাবেন ছোট্ট এই অ্যাপে।তো আর দেরি কেন চলুন ডাউনলোড করে নেয়া যাক অ্যাপটি।আর চমকে দেই সবাইকে।
অ্যাপ ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে।
টিউনে অ্যাপ লিংক দিতে পারলাম না বলে দু:খীত।
6 thoughts on "আসুন ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরা দিয়ে এক সাথে ছবি তুলি।অসাধারন একটি অ্যাপ শুধু মাত্র আপনার জন্যই।"