আসসালামু আলাইকুম।

কেমন আছেন আপনারা ? আমি অনেক ভাল আছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে পেরে। প্রথমে আমাদের যেই বিষয়গুলো জানতে হবে তা হল AirDorid কি এবং এটি কিভাবে কাজ করে ?
AirDorid হল অ্যান্ড্রয়েড এবং পিসির মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটি সফটওয়্যার যা আপনার মোবাইল কে আপনার পিসির
স্কিন থেকে নিয়ন্ত্রন করার সুযোগ করে দেয়।।
AirDorid ব্যবহার করে আপনি আপনার ফোনের SMS, Call List, Contacts, Files, Music, Video, Apps, Photo, Ringtone ব্রাউজ করতে পারবেন। ফাইল আদান প্রদান করতে পারবেন।। পিসিতে গুগল প্লে থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন।।

এটি আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন যেমন আপনার পিসির ওয়েব ব্রাউজার এ এবং আপনার পিসিতে AirDorid সফটওয়্যার ব্যবহার করে।। আপনি যদি আপনার ওয়েব ব্রাউজার এ আপনার ফোনের সব কিছু ব্রাউস করতে চান তাহলে আপনাকে http://web.airdroid.com/ এ গিয়ে ব্রাউস করতে হবে। চলুন আমরা কাজে নেমে পরি।। প্রথমে আপনি নীচ থেকে আপনার ফোনের জন্য airdroid নামিয়ে নিন।।

AirDroid for Android

AirDroid for PC

নামানো শেষ হলে আপনাকে যা করতে হবে
প্রথমে আপনি আপনার AirDroid ওপেন করে সাইন আপ করে নিন। এবার আপনার পিসির ওয়েব ব্রাউজার ওপেন করেন।।

তারপর http://web.airdroid.com যান তারপর নীচের মত একটি QR code দেখতে পাবেন সেটা আপনার ফোনের AirDroid সফটওয়্যার ওপেন করে ফোনের QR code এর উপর ক্লিক করে স্কান করেন।।

অথবা
আপনার পিসির ব্রাউজার এ আপনার ফোনে যেভাবে লগিন করছিলেন সেভাবে লগিন করেন।। দেখবেন আপনার পিসির মনিটরে আপনার মোবাইলের সব কিছু শো করতেছে।।
আর যারা আপনার পিসির জন্য AirDroid ডাউনলোড করছেন তারা আপনার ফোনে যেভাবে লগিন করছেন পিসিতে সেভাবে লগিন করেন।।

আপনাদের কিছু জানার থাকলে বা বুজতে কোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন

4 thoughts on "এবার অাপনার Android ফোনের সকল কিছু পিসিতে চালান। সাথে অ্যান্ড্রয়েড ফোনটিকে আপনাদেট পিসির যেকোনো ব্রাউজার থেকে বা সরাসরি পিসিতে ব্রাউজ করুন। মেগা টিউন"

  1. SAJIB30 Contributor says:
    bro aktu bujai bolben..
  2. prince shamim Contributor Post Creator says:
    ok. পিসিতে Android ফোন এর সকল কিছু Browse করা যাবে।
  3. SAJIB30 Contributor says:
    mane ami…ami android ar games apps ..pc te khelte parbo..
  4. prince shamim Contributor Post Creator says:
    HA

Leave a Reply