অ্যান্ড্রোয়েডের জন্য সিসি ক্যামেরা ডাউনলোড করে মনিটরিং করুন আপনার স্বপ্নের বাড়িঘর।

কেমন আছেন সবাই? আশা করছি ভালই আছেন।

প্রথমেই 1.5MB এর সফটওয়্যারটি ডাউনলোড
করতে এখানে ক্লিক করুন

→Download

আজকে একটি ব্যতিক্রমী টিউন নিয়ে
আলোচন করবো। আর তা হল
অ্যান্ড্রোয়েড সিসি ক্যামেরা।
আমরা সকলেই জানি সিসি ক্যামেরা
বাড়ি-ঘর, অফিস, রাস্তাঘাটে কতটা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কিন্তু সিসি ক্যামেরা অনেক দাম
বিধায় সকলে কিনতে পারি না। তাই

আমি আজ অ্যান্ড্রোয়েডের জন্য
সিসি ক্যামেরা নিয়ে আসলাম। চলুন
এর ফিচারগুলো একনজরে দেখে নেইঃ
ফিচার সমূহঃ

১. অ্যান্ড্রোয়েডে ব্যবহার করা যায়
বলে যেখানে খুশি সেখানে নিয়ে
যাওয়া যায় অথ্যৎ এটি একটি
সফটওয়্যার মাত্র।

২. এটিকে হিডেন ক্যামেরা হিসেবেও
ব্যবহার করতে পারবেন। বলা চলে এটি
একটি হিডেন ক্যামেরা।

৩. আপনি চাইলে আপনার রেকর্ডকৃত
ভিডিও গুলো সংরক্ষণ করে রাখতে
পারবেন।

৪. আপনার এন্ড্রোয়েড ভার্সন
অনুযায়ী এটি সহজেই খাপ খেয়ে
যাবে।

৫. প্রতি ৩০ মিনিট পর পর সিগন্যাল
এর ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে
এটি বন্ধও করতে পারেন।

৬. যেহেতু এটি হিডেন ক্যামেরা
হিসেবে ব্যবহার কর পারবেন, সেহেতু
এটি মিনিমাইজ করে অন্যান্য কাজ
করতে পারবেন।

3 thoughts on "আপনার অ্যান্ড্রোয়েডের Phone এর জন্য সিসি ক্যামেরা ডাউনলোড করে মনিটরিং করুন আপনার স্বপ্নের বাড়িঘর।"

  1. Ads Salman Author says:
    Rana vai tuner korun please
  2. Ads Salman Author says:
    Rana Vai Tuner Korun Please,Ami Copy Post Kori Na……
  3. MARUF1 Contributor says:
    Are ai ta rana na Rana name vondo

Leave a Reply