শিশির ভেজা সকালের নিরবতায়
হালকা বাতাসে এক ঝাক বরফের
তিব্রতা আরো বেরে যায় ৷
পুরা পৃথিবি জুরে
কঠর হয় পৃথিবী থমকে যায়, সবকিছু
হালকা ভেজায় পরে থাকে
পৃথিবীর কোনে কোনে ৷
সবাইকে শিতের শুভেচ্ছা ৷

অনেকের মোবাইলের Flashlight থাকেনা বলে অন্ধকারে পথ চলা বর কঠিন হয়ে পরছে ৷
কেউ বলে Flashlight না দেখে কিনে ভুল হয়েছে ৷
তাদের অন্ধকারের রাত শেষ আর আপসস থাকবেনা নিন এপসটা তাহলে বুঝবেন ৷
বেশি চার্জ যায় না ৷
আমার ফোনেও Flashlight নেই ৷
তার জন্য অনেক খোজা খুজি করে জিসপ্লে Flashlight বাহির করলাম ৷

কি ভাবে চালাবোঃ


– প্রথমে এপসটা ডাওনলোড করতে হবে ৷
– ইনিস্ট্রল করতে হবে ৷
– লাইট ইনিবল করতে হবে ৷
– লাইট ইচ্ছে মত চালাতে পারবেন ৷
– এছারাও কালার করতেও পারবেন ৷
– DG style Flashlight করতেও পারবেন ৷
– ডিসপ্লেতে চাপ দিলে আলো জলবে ৷
– ডিসপ্লেতে চাপ দিলে আলো বন্ধ হবে ৷

TRICKBD.COM

লেখার ভিতরে কোন শব্দের বানান ভুল গেলে ক্ষমার দৃস্টিতে দেখবেন

One thought on "যাদের এন্ড্রয়েড ফোনে Flashlight নেই তাদের জন্য ডিসপ্লে Flashlight"

  1. Fahim Contributor says:
    ধুর ডাউনলোড হয়না

Leave a Reply