আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।
আজ যে অ্যাপ নিয়ে আসছি তা দিয়ে আপনার ফোনের হোমস্ক্রিন সম্পূর্ণ অসাধারণ করতে পারবেন।
এই একটি অ্যাপেই পাবেন অনেকগুলো ওইগেট।যা দিয়ে আপনার ফোনের হোমস্ক্রিন ব্রান্ডের ফোনের চেয়েও সুন্দর হয়ে উঠবে।অ্যাপটি মাত্র ৫ মেগাবাইটের।
যেহেতু এইটা প্রো অ্যাপ সেহুতু প্লেস্টোরে কিনতে গেলে ডলার খরচ করতে হবে।
কিন্তু আমি দিচ্ছি একদম ফ্রিতে।
আরো অনেক কিছু পাবেন তাই অ্যাপ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না।আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।
অ্যাপ ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে দেখুন।
আমার সাইটে সর্বপ্রথম প্রকাশিত।
One thought on "এক ঘেয়েমি ফোন আর কয়দিন।এবার ফোন কে দিন অসাধারণ লুক।সম্পূর্ণ প্রিমিয়াম অ্যাপ দিয়ে।রুটের দরকার নাই।না দেখলে চরম মিস।"