আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

 


 

হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ তবুও একটু খুলেই বলি।

আমরা অনেক সময় অনেক মিডিয়া কনভার্ট করতে চাই কিন্তু ঠিকঠাক অ্যাপ হয়তো পাই না।আর পাইলেও ভিডিও,অডিও,ছবি ইত্যাদি একেকটার জন্য হয়তো একেক অ্যাপ ইউজ করতে হয়।আর সবচেয়ে বড় কথা কনভার্টার যে অ্যাপ গুলো পাওয়া যায় সেগুলোতে কনভার্ট অনেক সময় লাগে।কিন্তু আমি যে অ্যাপ দিবো তা দিয়ে আপনি সবকিছুই কনভার্ট করতে পারবেন তাও আবার অনেক দ্রুত।আর অ্যাপটি ব্যাবহার করাও অনেক সহজ।

 



 

এক নজরে অ্যাপটার রিভিউ দেখায় যায় কি বলেন।

  • প্লেস্টোর রেটিং ৫ এর মধ্য ৪.৮।
  • ১ মিলিয়ন+ ডাউনলোড।
  • সম্পূর্ণ এড মুক্ত।
  • ছবি,ভিডিও অডিও সহ সকল মিডিয়া ভিভিন্ন সাইজে কনভার্ট করার সুজোগ।
  • অন্যন্য কনভার্ট অ্যাপের চেয়ে অনেক ফাস্ট।

আরো অনেক সুবিধা পাবেন এই অ্যাপে।সবকিছু লেখা সম্ভব হলো না।

 

কিভাবে ব্যাবহার করবেন।

১। প্রথমে কমেন্টে দেয়া প্রথম লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন (ডাউনলোড করার নিয়ম নিচে দেয়া আছে দেখুন) এবং ইন্সটল করুন।

২। কমেন্টে দেয়া ২য় লিংক থেকে কোডেক ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।

 

কাজ শেষ এখন ইচ্ছামতো যেকোন ফর্মেটে যেকোন মিডিয়া কনভার্ট করুন।

N.B:- অবশ্যই কোডেক ডাউনলোড করতে হবে।না হলে বেশি রেজুলেশন গান সাপোর্ট করবে না।

অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।


 

ধন্যবাদ এতোক্ষন আমার সাথে থাকার জন্য।

 

অ্যাপ ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে দেখুন।

আমার সাইটে সর্বপ্রথম প্রকাশিত।

 

3 thoughts on "এবার সব ধরনের মিডিয়া কনভার্ট করুন মাত্র এক ক্লিকেই।এই অ্যাপ এর আগে আপনি কখনোই ইউজ করেন নি।একের ভেতরেই সব তারাতাড়ি নিয়ে নিন।"

  1. Sykot Author Post Creator says:
    ১। অ্যাপ – http://ow.ly/WLi8F
    ২। কোডেক- http://ow.ly/WLiUc
  2. Sykot Author Post Creator says:
    ধন্যবাদ ব্রো।।

Leave a Reply