আজকের এই পর্বে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই কাজের একটি অ্যান্ড্রয়েডের এপস, যার মাধ্যমে আপনারা অনায়াসে যেকোনো এপসকে ইন্টারনেট এক্সেস থেকে ব্লক করতে পারবেন। এপসটির নাম NoRoot Firewall এবং এর ভার্সন হলো v3.0.1। আমরা যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করি, তাদের জন্য এই এপসটি অত্যান্ত গুরুত্বপূর্ন। এছাড়াও যাদের অ্যান্ড্রয়েডে Root করা নেই, তাদের জন্য এই এপসটি খুবই কাজের। ইন্টারনেট এক্সেস ব্লক করার জন্য প্লে স্টোরে অনেকগুলো এপস রয়েছে, তবে সেগুলো ব্যবহার করতে হলে আপনার অ্যান্ড্রয়েড অবশ্বই রুট থাকতে হবে। তাই যাদের রুট করা নেই তারা এই এপসটির মাধ্যমে সকল সুবিধাগুলো পাবেন।

Requires Android: 4.0 and up

নতুন এই ভার্সনে যেসকল সুবিদাগুলো পাবেন তা নিচে বর্ণনা করা হল:

  • রুট ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন
  • যেকোনো এপস ইন্টারনেট এক্সেস করতে চাইলে নোটিফিকেশন দেখাবে এবং পেন্ডিং অবস্থায় থাকবে
  • ব্লক করা এপসগুলো পরবর্তিতে আনব্লক করে ইন্টারনেট এক্সেস করাতে পারবেন
  • নির্দিষ্ট নেটওয়ার্ক এর জন্য এপসগুলোকে আলাদা ভাবে সিলেক্ট করে রাখা যাবে
  • ব্যবহার বান্ধব এবং সহজ ইন্টারফেস

তো আর কথা কিসের? এপসটি এখন যদি আপনার ভালো লাগে, তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে এই দারুন এপসটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক:

 

(০) এখান থেকে NoRoot Firewall v3.0.1.apk  ডাউনলোড করুন। [1 MB]

আমার সাইট, চাইলে ঘুরে আসতে পারেন

ডাউনলোড পেজ ওপেন করে Download Now বাটনে ক্লিক করুন। পপ-আপ এড আসলে ক্লোজ করে আবার Download Now বাটনে ক্লিক করুন, তার পর মূল ডাউনলোড লিংক পাবেন “Click Here To Downnload” নামে। নিচের চিএটি লক্ষ করুন।

2 thoughts on "এখন থেকে আপনার অনুমতি ছাড়া একটি এপসও ব্যাকগ্রাউন্ড ডেটা কাটতে পারবেনা {রুট আনরুট সবার জন্য} [মিস করবেন তো পরে পস্তাইবেন]"

  1. Riadrox Legend Author says:
    Same post on trickbd…. Warning!!!
  2. ভাই, কপি পোস্ট করে খুব মজা পান তাই না?

Leave a Reply