আসসালামু আলাইকুম

আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের অশেষ প্রার্থনায় ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি দারুন একটি প্রয়োজনীয় অ্যাপস। যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। এন্ড্রয়েড ব্যবহার করিনা এমন মোবাইল ব্যবহারকারী খুব কমই আছে। আর এন্ড্রয়েড মোবাইলে মোবাইল ব্যাংকিং না থাকলে কি মানাই নাকি? যখন তখন মোবাইল রিচার্জ, পেমেন্ট করা সহ আরো কতকিছু করার প্রয়োজন পড়ে। এক কথায় মোবাইলটি হাতে থাকা মানে ওয়ালেট এর চিন্তা মাথা থেকে মুছে ফেলা। টাকা হারানোর মত দুশ্চিন্তা থেকেও মুক্তি পেতে পারেন এ অ্যাপসটি ব্যবহার করে। আপনার ওয়ালেট মোবাইল হারালেও কেউ ব্যবহার করতে পারবে না। এক কথায় মোবাইল ব্যাংকিং এর পূর্ণ স্বাদ পেতে হলে এটি ব্যবহার করুন।

টাইটেল দেখেই বুঝে ফেলেছেন কি বলতে চাচ্ছি। হুম, এখন আপনি আপনার ডাচ বাংলা মোবাইল একাউন্ট এর সকল তথ্য, টাকা লেনদেন, সেন্ড মানি সাথে খুব সহজেই আপনার ও আপনার প্রিয়জনদের মোবাইলে সহজেই টপ আপ করতে পারবেন। তবে বেশি কথা বলে লাভ কি? ডাউনলোড করুন আর উপভোগ করুন।

ডাউনলোড লিংক এখানে

উপরের লিংকে ক্লিক করে আপনার অ্যাপসটি ডাউনলোড করুন আর হয়ে যান আপনার একাউন্টের সর্বসংরক্ষিত সত্ত্বাধিকারী।

এখানে আপনি একাউন্টের যাবতীয় কাজের জন্য ব্যবহার করতে পারবেন। সাথে সাথে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন। ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
সেন্ড মানি করতে পারবেন। ব্যাংক একাউন্ট থাকলে তার সাথে লিংক করে নিতে পারবেন সাথে সাথে ব্যাংক একাউন্টের টাকা আদান প্রদান ও করতে পারবেন। অ্যাপসটি ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক।

সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

6 thoughts on "ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ নিন আসল স্বাদ! এন্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করুন আপনার একাউন্ট।"

  1. nayem0007 Contributor says:
    দূর ভাই! একাউন্ট কম্পিলিট করতে আইডি কার্ড নিয়ে সেন্টারে যেতে হবে! এখান থেকে সম্পূর্ন হয় না!!!
    1. fahim Contributor says:
      Amar বয়স ১৬ কোনো ভোটার হই নাই তাইলে এখন কি আমার হবে না-??
    2. Saifulp Contributor Post Creator says:
      আপনার আব্বুর আইডি কার্ড আছে না।
  2. Saifulp Contributor Post Creator says:
    তারপরও এটি দ্বারা অনেক কাজ সহজেই করা যায়।
  3. musharrof Contributor says:
    দূর ভাই! একাউন্ট কম্পিলিট
    করতে আইডি কার্ড নিয়ে
    সেন্টারে যেতে হবে! এখান
    থেকে সম্পূর্ন হয় না!!!
  4. Rafi cool Contributor says:
    ভাই যাদের আগে থেকে id আছে, তারা কি use করতে পারবে এই apps ।

Leave a Reply