আলোচনা:এন্ড্রয়েডের অতিরিক্ত ব্রাইটনেস আমাদের চোখের অনেক ক্ষতি করে যেটা আমরা নিজেরাই বুঝতে পারি।কারণ অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে বা চোখের নীচ দিয়ে কালো দাগ হয়ে যায়

ফোনের ব্রাইটনেস একদম কমালেও সেটা যথেষ্ট হয়না মাঝেমাঝে।কারণ রাতে একদম কম ব্রাইটনেস দিয়ে রাখলেও তার চেয়েও কম টাই আমাদের দরকার হয় আর এজন্য ব্রাইটনেস কমানোর জন্য অ্যাপ ব্যবহার করে থাকি।এই টাইপের অনেক এপ থাকলেও এই এপ টাকেই আমার বেস্ট মনে হয়।অন্য এপ দিয়ে আলো কমালে এপ ইন্সটল নিতে চায়না,কিন্তু এটি সব দিক দিয়েই পারফেক্ট। সাইজে ছোট্ট হলেও কাজে বড়ই ওস্তাদ।কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি!!
.
অ্যাপের নাম:Shades.Apk
ভার্সন :v1.3.1
সাইজ:১২৯ কেবি!!
রিকোয়ারমেন্টস : Android 2.3 & Up

ডাউনলোড লিংক: Click Here To Download

N.B.লিংকে গিয়ে Download Now এ ক্লিক করবেন।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে গিয়ে আবার Download Now তে ক্লিক করবেন।এভাবে Click Here To Download পেজ আসলে সেখানে ক্লিক করবেন।

.

বিস্তারিত: Shades এপটির ব্যাবহার ও খুব ই ইজি।ইন্সটল করে অপেন করুন।অন চিনহে ক্লিক করুন।কাজ শেষ।সবসময় এটি নোটিফিকেশন বার এ শো করবে।নোটিফিকেশন বার থেকে ক্লিক করে আপনার প্রয়োজন মতো ব্রাইটনেস কমাতে পারবেন আবার একদম বাড়াতেও পারবেন।
.
আমাদের পোস্ট গুলোতে লাইক,কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন।
কোন প্রকার ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।

10 thoughts on "এন্ড্রয়েডের ক্ষতিকারক আলো থেকে আপনার চোখ কে রাখুন সুস্থ ও নিরাপদ!!"

  1. JIHAD KHAN Author says:
    এই এপস গুলা এর আগেও ট্রিকবিডিতে পোষ্ট করা হয়ছে। পোষ্ট করার আগে দয়া করে একবার চেক করে নিবেন যে পোষ্ট টি আগে কেউ করেছিল কিনা
    1. Ashikur Rahman Khan Contributor Post Creator says:
      oh..check kivabe korbo? 🙁
    2. JIHAD KHAN Author says:
      এইটি একটা এপস। তাই আপনি Apps review রিভিউ ক্যাটাগরিস এ দেখবেন।
  2. SOFIKUL Islam Contributor says:
    Ami ata age thekei use kori.
    1. Ashikur Rahman Khan Contributor Post Creator says:
      thanks
  3. Mahmudul Hasan Author says:
    ভাই Twilight টাও কিন্তু খারাপ না! চাইলে অইটা একটু দেইখেন!
    1. Ashikur Rahman Khan Contributor Post Creator says:
      vai atar size 126 kb!!! r ektu use kore dekhe bolen plz
  4. Mahadi Hasan Contributor says:
    Amio Eta age Thakai Used Kori

Leave a Reply