আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার পোষ্ট গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়োজনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।

নেট ঘাটাঘাটি করতে করতে কোথায় যেন জেনফোন ৫ এর অরিজিনাল ক্যামেরা অ্যাপের রিভিউ দেখলাম দেন খুজে খুজে ডাউনলোড করলাম এবং ইউজ করে দেখলাম।আমার মনে হয় যতো ক্যামেরা অ্যাপ আছে তার মধ্য বেস্ট ক্যামেরা অ্যাপ ।এক কথায় জাস্ট ওসাম,সেলফি এবং ফটোগ্রাফির জন্য পারফেক্ট একদম।কি নেই এই অ্যাপে।


চলুন দেখে নেয়া যাক এই অ্যাপের ছোট্ট একটা রিভিউ।

 

zen1


  • Smart remove [এটির সাহায্যে আপনি ছবি তোলার সময় আসেপাসের চলমান লোকজন বা অন্ন কিছু অটো রিমুভ করতে পারবেন]
  • Gif animation [এটির মাধ্যমে এনিমেসন ছবি তুলতে পারবেন]
  • Beautificati [এটির সাহায্যে ছবি তোলার সময়ই এডিট করে তুলতে পারবেন]
  • Auto self timer [শেলফ টাইমার দেবার জন্য আর সেটিংস্‌ এ যেতে হবে না ক্যামেরা কী তা চেপে উপরে নিলেই হবে]
  • Low light mode [অন্ধকারেও ফরশা চবি তুলতে পারবেন]
  • Auto [এটা নরমাল মুড]
  • HDR
  • Night Mode [এটা রাতে ভাল মানের ছবি তোলার জন্য ব্যবহার করতে পারেন]
  • Depth of field [বাহিরের প্রকৃতি আরও প্রানবন্ত করে তুলতে পারেন]
  • অনেক অনেক ইফেক্ট।
  • Selfi মোড।
  • Minuature [DSLR এর মত চারপাশ ঘোলা করে তুলতে পারেন]
  • Panorma
  • Time rewind
  • All Smiles[আপনি হাসলে অটোমেটিক ছবি উঠবে]
  • Slow motion
  • Time lapse
  • এছাড়াও হাই কোয়ালিটি ভিডিও রিকোর্ডিং তো আছেই।

 


zen2



 

আরো অনেক ফিচার পাবেন।অ্যাপটি ১৬ মেগাবাইটের আরে ভাই ভাল জিনিস তো একটু বড় হবেই।শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।

টিউনটি আংশিক কালেক্টেড।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download Now → Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

-:অ্যাপ ডাউনলোড লিংক:-

 যাদের ফোনে ওইটা সাপোর্ট করবে না তারা এই লিংক থেকে এইটা ডাউনলোড করুন।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

 

 

3 thoughts on "Asus Zenphone 5 অরিজিনাল Camera অ্যাপ,কি নেই এই অ্যাপে।ফটোগ্রাফি এবং সেলফির জন্য এখন পর্যন্ত বেস্ট ক্যামেরা অ্যাপ ।অনেক খুজে খুজে পেলাম,একবার ইউজ করে দেখুন আগের সব অ্যাপের কথা ভুলে যেতে হবে মাস্ট।"

    1. Sykot Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো।
  1. shohagislam463 Contributor says:
    vai***bograworld.blogspot.com tune korben ****email–[email protected]

Leave a Reply