আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


ফোনের ডিফল্ট লকস্ক্রিন আর কয়দিন ভাল লাগে বলুন?আর ডিফল্ট লকস্ক্রিনে হয়তো কাস্টোমাইজ সুবিধা পাওয়া যায় না।আর তাছড়া একই জিনিস দেখতে দেখতে হয়তো আমরা বোরিং হয়ে যাই।কেমন হয় যদি লকস্ক্রিনে নতুন কিছু ইউজ করা যায়।হ্যা আপনাদের কথা মাথাই রেখে নিয়ে আসলাম প্লেস্টোরের বেস্ট একটি লকস্ক্রিন আপ্প।প্লেস্টোরে অনেক লকস্ক্রিন অ্যাপ পাওয়া যায় সেগুলো ইউজ করতে গেলে আপনাকে নিদিষ্ট একটি Louncher ব্যাবহার করতে হবে।কিন্তু এই অ্যাপ ইউজ করার জন্য আপনাকে কোন ল্যাঞ্চার ইউজ করতে হবে না।

সবচেয়ে বড় কথা এই অ্যাপে অনেক গুলো লক স্ক্রিন পাবেন এবং ইচ্ছা মতো কাস্টোমাইজ তো থাকছেই।


চলুন দেখে নেয়া যাক কি কি সুবিধা পাচ্ছেন এই অ্যাপে।

locks2


  • অনেক গুলো HD ওয়ালপেপার।
  • কয়েক সিস্টেমে লকিং সুবিধা।
  • এনিমেশন ব্যাটারফ্লাই।
  • লকস্ক্রিন অসাধারন কিছু মিউজিক।
  • কাস্টোমাইজিং।
  • ডিসপ্লে অল নটিফিকেশন।
  • Support change clock/date text color,text size and text fonts.
  • চেইঞ্জ ডিভাইজ নেম এন্ড অপারেটর নেম।
  • upport swipe to remove notifications।

এছাড়াও আরো অনেক গুলো ফিচার পাবেন যা আপনার মন কেরে নিবে।

locks1


অ্যাপ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।


 

-:অ্যাপ ডাউনলোড লিংক:-


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

Leave a Reply