৬টি অপারেটর দেশে মোবাইল ফোন
সেবা দিচ্ছে। একেক জন একেক
অপারেটরের সেবা ব্যবহার করছেন।

কেউ কেউ একাধিক অপারেটরেরও
গ্রাহক। আর অপারেটরগুলোর
প্যাকেজের কমতি নেই। নতুন নতুন
প্যাকেজও যোগ হচ্ছে প্রতিনিয়ত। এসব
প্যাকেজের ভিড়ে একজন সাধারণ
ব্যবহারকারীর পক্ষে সবগুলো
প্যাকেজ সম্পর্কে একবারে জানা
সম্ভব নয়।

কোনো প্যাকেজ সর্ম্পকে
জানতে অপারেটরটির ওয়েবসাইট
কিংবা কাস্টমার কেয়ারে কল করে
জানতে হয়।
তবে স্মার্টফোনের এ যুগে এত কষ্ট
করতে হবে না। অ্যান্ড্রয়েড

স্মার্টফোনে একটি
অ্যাপ্লিকেশনের সাহায্যে সহজে
জানা যাবে দেশের সব মোবাইল
ফোন অপারেটরের প্যাকেজ সম্পর্কে।
কাজের এ অ্যাপটির নাম বিডি অল
সিম প্যাকেজ ইনফো।
এক নজরে অ্যাপ্লিকেশনটির
ফিচারগুলো:-

১. অ্যাপটির মাধ্যমে যে কোনো
অপারেটরের প্যাকেজগুলো সম্পর্কে
জানা যাবে এবং যে কোনো
প্যাকেজ অ্যাপটি থেকে চলু করা
যাবে।

২. ইন্টারনেট প্যাকেজগুলো সম্পর্কে
জানা যাবে অ্যাপটি থেকে এবং
যে কোনো ডাটা প্যাকেজ চালু করা
যাবে।

৩. ফ্রেন্ড এবং ফ্যামিলি নম্বর জানা,
যুক্ত করা এবং ডিলিট করা যাবে
অ্যাপটির সাহায্যে।

৪. সিম কার্ডের নম্বরটি দেখে নেওয়া
যাবে।

৫. যে কোনো অপারেটরের বান্ডেল
অফারগুলো সম্পর্কে জানাবে
অ্যাপটি।

৬. কোনো অপারেটরের নতুন প্যাকেজ
যুক্ত হলে সেটির আপডেটও পাওয়া
যাবে অ্যাপটিতে।
নিচ থেকে এপসটি ডাউনলোড করুন →→→→→


Click here Download

ধন্যবাদ সবাইকে

Leave a Reply