সবাইকে আমার আন্তরিক সালাম ও
শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের
টিউন। কেমন আছেন সবাই ??
আমি আল্লাহর রহমতে খুব ভালই আছি।
আজ আপনাদের সাথে শেয়ার করবো
কিভাবে আপনার মোবাইলের এমবি
শেষ হলে আপনার মোবাইলের নগদ
টাকা বাঁচাবেন। আমি এই সমস্যায়
আমার মোবাইল লাইফ এ অনেকবার
পরেছি অনেক টাকা হারাইছি। কিন্তু
কাল যখন ৩৬ টাকা কেটে নিয়ে যায়
তখন কানে পানি গেল। তখন থেকেই
সমাধানের জন্য বাকুল হয়ে গেলাম।
আর সেই অভিজ্ঞতা নিয়েই আজকের
টিউন।।
আমরা অনেকেই লিমিটেড এমবি

ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা
৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক
ও ব্যবহার করি। কিন্তু সমস্যা হল
আমরা যখন নেট ব্যবহার করি তখন
খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক
তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের
টাকা কাটে।। এই সমস্যায় কেউ পরেন
নি এমন লোক খুজে পাওয়া মুস্ কিল।
তো এই সমস্যায় যারা পরছেন তারা
সমাধান নিন।

এখন থেকে আপনার ডাটা লক দিয়ে রাখতে পারবেন।কত মিনিট বা কত ঘন্টা চলবে আপনার দেওয়া সময় অনুযায়ী চলবে।
প্রথমে
এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
(মাত্র ৯০০ কেবি) তারপর ইনস্টল করে
ফেলুন। তারপর ওপেন করুন। তারপর
সেটিং এ যান।

তারপর Limit To (যেখানে Unlimited
লেখা) তে আপনার কত এমবি আছে বা কত এমবি পযর্ন্ত চালাবেন
সেটা দিন। এবার renew preiod এ টাইম

দিন যেমন ১২ টা।

এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার
করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া
লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক
নেট ডিসকানেক্ট হয়ে গেছে। কোন
অপারেটর এর বাবাও টাকা কাটতে
পারবে না।।
সৌজন্যঃ প্রথম প্রকাশিত
ট্রিকপ্রিয় ডট কম

7 thoughts on "এবার আপনার মেগাবাইট Lock করে রাখুন,আপনার দেওয়া সময় অনুযায়ী চলবে।আর অযথা টাকা কাটার ভয় নেই।"

    1. hossain Contributor Post Creator says:
      thx
    1. hossain Contributor Post Creator says:
      thx
  1. hossain Contributor Post Creator says:
    welcome
  2. nerob Contributor says:
    nice post

Leave a Reply