আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।


জীবনে তো অনেক Louncher ইউজ করলেন কয়টায় বা আপনার মনের মতো হইছে বলুন।তবে আজ আমি যে Louncher টি দিবো তা একদম আলাদা এবং এ বছরের সেরা Louncher,আপনি হয়তো মনে মনে এমন Louncher খুজছেন।সত্যি কথা বলতে এর পার্ফোমেন্স এবং কাস্টোমাইজ সিস্টেম সবার থেকে আলাদা মনে হইছে।

আপনি চাইলেই এই Louncher এ অনেক অনেক পেইড এবং ফ্রি থিম ইউজ করতে পারবেন।তবে হ্যা আমি মোট ৩ টা পেইড থিম দিবো একদম ফ্রিতে,টোটাল প্যাকেজ যদি আপনি প্লেস্টোরে কিনতে যান তবে আপনার খরচ হবে প্রায় ১৫ ডলার।


হালকায়ে রিভিউ দেখে নেয়া যাক।

আরো ছবি দিতাম কিন্তু বেশি দিলে টিউন পেন্ডিং এ যাচ্ছে তাই দিতে পারলাম না।

ss1


  • একটি আদর্শ Louncher এর সব সুবিধায় পাবেন আপনি।
  • সাইজ মাত্র ১ মেগাবাইট।
  • প্রতিটা অ্যাপ পেজে আপনি ইচ্ছামতো আলাদা ছবি সেট করতে পারবেন।
  • অনেক অনেক ফ্রি থিম পাবেন যা দিয়ে অন্য রকম লুকিং করতে পারবেন।
  • Gestures সুবিধা পাবেন বলে সব সর্টকার্ট আপনি Gestures এর মাধ্যমে করতে পারবেন।
  • আপনি চাইলেই নিজের ছবি আইকন বানিয়ে ইউজ করতে পারবেন।
  • ব্যাটারি এবং র‍্যাম ড্রেইন করে না।
  • ফোন সব সময় ফাস্ট রাখে।

অনেক কিছুই পাবেন যা বলে শেষ করা যাবে না।আর হ্যা পেইড ভার্সন বলে সকল ফিচার আনলক পাবেন।কথা দিচ্ছি আজ থেকে ফোন আর বোরিং লাগবে না।শুধু বল্বো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।


 

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।অপেরা মিনি বা ইউসি ব্যাবহার করলে ভাল হয়।


প্রথমে এই লিংক থেকে ল্যাঞ্চারটি ডাউনলোড করুন।এবং ফোন কে আরো স্টাইলিশ বানাতে কমেন্টে দেয়া  লিংক থেকে ছোট ছোট সাইজের পেইড থিম গুলো ডাউনলোড করে নিন।


 

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

 

2 thoughts on "নিয়ে নিন প্লেস্টোরের সবচেয়ে দামি এবং প্লেস্টোরে এ বছরের শ্রেষ্ঠ মনোনীত Louncher সাইজ মাত্র ১ মেগাবাইট।সব মিলিয়ে প্রায় 15$ দাম ও স্টাইল এবং পার্ফোমেন্সের দিক দিয়ে সবার থেকে সেরা।"

  1. Sykot Author Post Creator says:
    Theme 1 – https://uplod.it/dxt9wfv5zvrz

    Theme 2 – https://uplod.it/t8aonf9jujdn

    Theme 3 – https://uplod.it/eh5hvzxliscs

    এগুলো সম্পূর্ণ পেইড থিম যা আপনার ফোন কে আকর্শনীয় করে তুলবে কথা দিচ্ছি।

Leave a Reply