আস্সালামু আলাইকুম
“২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”
সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ একটা ছোট্ট উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
বাংলাদেশে প্রথমবারের মতো উন্মুক্ত
হয়েছে বাংলা অ্যানড্রয়েড থিম
‘একুশে থিম’। গত ১৬ ফেব্রুয়ারি রাত
থেকে থিম বাজারে একুশে থিম
অ্যাপটি গুগলে উন্মুক্ত করা
হয়েছে।

প্রথমে,
এখান থেকে ডাউনলোড করুন

এই অ্যাপসটি অসাধারণ সব থিম পাবেন
যেমনঃএকুশে,স্বাধীনতা,নববর্ষ,বর্ষা,সমৃদ্ধ বাংলাদেশ,ঈদ ও অনেক গুলো থিম পাবেন

এই অ্যাপসটি ছবি তুলতে পারবেন।
দিন তারিখ ছুটির দিন,জমা কথা চলচ্চিত্র দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন আরো অনেক কিছু

এছাড়া এটা দিয়ে অনেক সুন্দর ভাবে কল ও করতে পারবেন।

মানে অনেক সব দরকারি প্রয়োজনীয় কিছু পাবেন
আসলে এটার কথা আর কি বলবো আপনারা ডাউনলোড করুন ভালো লাগবে কথা দিলাম।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুনহাফিজ।
আল্লাহ হাফিজ
সৌজন্য ও প্রথম প্রকাশিতঃ
ট্রিকপ্রিয় ডট কম

2 thoughts on "বাংলাদেশে প্রথমবারের মতো উন্মুক্ত হয়েছে বাংলা অ্যানড্রয়েড থিম,ফিউচার গুলো না দেখলে চরম মিস করবেন"

  1. Mamun Al abdullah Contributor says:
    আমি ওখান্র ট্রেইনার হতে চাই
  2. bdApon Author says:
    Rana ভাই আমাকে Author করেন প্লিজ,,,
    আমার পোষ্ট দেখেন যদি পছন্দ হয় তাহলে
    Author করেন,,,,আশা করছি করবেন। Author করলে সবাইকে ভাল কিছু শিখাতে পারব,,,

Leave a Reply