আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।


যেকোন জিনিস একরম দেখতে আমাদের কাওকেই ভাল লাগে না।তেমনি একরকম ডায়েলিং কলিং বা কন্টাক্ট লিষ্ট কার বেশিদিন ভাল লাগে বলুন?একটু অন্যরকম ভাবে ফোন সাজাতে আমরা সবাই চাই।তাই আপনাদের কথা মাথায় রেখে নিয়ে আসলাম তিনটি আসাধারন অ্যাপ যা প্লেস্টোরে সর্বাধিক ডাউনলোড এবং রেটিং প্রাপ্ত।কথা দিচ্ছি ভাল লাগবেই মাস্ট।


তিনটি অ্যাপ প্রায় একই শুধু স্টাইল এবং কিছু কিছু ফিচার আলাদা তাই হালকা রিভিউ দেখে নেয়া যাক চলুন।

di2


  • ৩ টি অ্যাপেই পাবেন ভিন্য ভিন্য স্টাইল।
  • কন্টাক্ট লিষ্টেও পাবেন ভিন্যতা।
  • কল ব্লকিং সুবিধা।
  • ফুল স্ক্রিন কলিং সুবিধা।
  • কন্টাক্ট ইম্পোর্ট,এক্সপোর্ট সুবিধা।
  • কন্টাক্ট সেয়ার।
  • আলাদা ভিডিও কলিং স্টাইল।
  • ছোট সাইজ।
  • ফোনের প্রসেসর,র‍্যাম ব্যাটারিতে প্রভাব ফেলে না।
  • আলাদা আলাদা থিম ব্যাবহারের সুজোগ।

৩ টি অ্যাপই প্লেস্টোর থেকে খুজে খুজে বের করা তাই স্টাইল বা পার্ফোমেন্স নিয়ে ভাবতে হবে না।


 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Download ক্লিক করুন।পরের পেজে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।তারপরেও সমস্যা হলে এই লিংক থেকে ভিডিওটা একবার দেখুন।


←ডাউনলোড লিংক→


 

 

di3 di1


 

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।

 


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

2 thoughts on "নিয়ে নিন প্লেস্টোরের সর্বচ্চ ডাউনলোড এবং বেস্ট ৩টি কল ডায়েলার অ্যাপ ।এবার ডায়েলিং,কলিং,এবং কন্টাক্ট লিষ্টে দিন অন্য রকম ভিন্যতা।"

  1. শুভ্র Contributor says:
    Many thanks Sykot
  2. akasadika Contributor says:
    আপনার সব পোষ্ট গুলোই ভালো হয়।
    ধন্যবাদ আপনাকে।

Leave a Reply