আলোচনাঃ
অনেক সময় ই আমাদের সকালে ঘুম থেকে উঠার প্রয়োজনীয়তা দেখা দেয়।সেটা বিভিন্ন কারণে হতে পারে!
অনেকে আছেন সকালে ক্লাস বা অফিস থাকে আবার অনেকে আছেন ফজরে উঠে নামাজ পড়তে চান আবার অনেকেই আছেন খুব সকালে উঠে পড়া কম্পিলিট করতে চান বা জরুরী কাজ থাকে! কিন্তু নির্দিষ্ট সময়ে উঠতে পারেন না।
অ্যালার্ম দিয়েও রাখেন কিন্তু ঘুম এত প্রবল যে অ্যালার্ম বাজতে বাজতে শেষ হয়ে যায় কিন্তু উঠার নাম থাকেনা।তাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি এন্ড্রয়েড অ্যাপ!অ্যাপের নাম হচ্ছে Alarmy!Sleep if u can! অর্থাৎ অ্যাপ টি আপনাকে থ্রেট দিচ্ছে যে পারলে ঘুমান!!
ফিচার:
কিভাবে অ্যাপটি আপনাকে ঘুম থেকে জাগ্রত করবে!এটিও অ্যালার্মি অ্যাপ।কিন্তু অ্যালার্ম বন্ধ হওয়ার সিস্টেম হিসেবে আপনি যদি পিকচার তুলে রাখেন তাহলে নির্দিষ্ট সময়ে অ্যালার্ম উচ্চ স্বরে বাজতে থাকবে।আপনি সাউন্ড কমাতে চাইলেও কমবেনা।যে পর্যন্ত না সেই পিকচার স্ক্যান বা সিলেক্ট করবেন সে পর্যন্ত অ্যালার্ম বাজতেই থাকবে।
এছাড়াও অ্যালার্ম বন্ধ হওয়ার সিস্টেম হিসেবে QR Code Scan বা অংক দিয়ে রাখলে নির্দিষ্ট সময়ে অ্যালার্ম বাজতে থাকবে।অ্যালার্ম অফ করতে হলে পরপর আপনাকে কয়েকটি অংক করতে হবে!অংক ভুল হলে অ্যালার্ম বাজতেই থাকবে!! সো বুঝতেই পারছেন কেমন কাজের এই অ্যাপটি!!
Download Section:
ডাউনলোড লিংক: Click Here To Download
ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে গিয়ে Download File এ ক্লিক করুন।পরের পেজে সবুজ রঙ এর Download লেখায় ক্লিক করুন।
আজকের মত এখানেই সমাপ্তি।পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব।সে পর্যন্ত সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন।
পোস্ট টি সর্বপ্রথম আমার সাইটে প্রকাশিত হয়।আপনারা চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
ফেসবুকে আমিঃAshikur Rahman Khan