আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন, না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।


ফেব্রুয়ারী মাস মানেই বাংলা ভাষা দিবসের মাস।আর এই মাসটিকে ঘিরে আমরা অনেক কিছুই করি বা দেখতে পাই।আর তারিই ধারাবাহিকতায় বাংলাদেশি অ্যাপ ডিভলোপারেরা তৈরি করলো বাংলা থিম স্টোর।যেখানে পাবেন বাংলাদেশের বিশেষ বিশেষ দিনের জন্য আলাদা আলাদা থিম।


চলুন দেখে নেয়া যাক অ্যাপটিতে কি কি থাকছে।

  • রিলিজ হবার পরেই অ্যাপটি পেয়েছে ৪.৭ রেটিং।
  • অ্যাপ থিম স্টোরে আপনি সবকিছুই বাংলাতে পাবেন।
  • বাংলা মিউজিক প্লেয়ার,ক্যালেন্ডার,কল ডায়েলার,ক্যামেরা,ভিডিও প্লেয়ার,ক্যালক্লুটর,গ্যালারি সহ অনেক কিছু থাকছে একটি অ্যাপের ভেতরেই।
  • অনেক গুলো অ্যাপ মিলে একটি অ্যাপ তাই স্টোরেজ বা র‍্যামের উপর তেমন প্রভাব পরে না।

এছাড়াও আরো অনেক কিছু থাকছে অ্যাপটিতে।এবং আরো অনেক থিম সামনে রিলিজ হবে।যেহেতু এইটা আমাদের দেশীয় অ্যাপ সেহেতু সবার একবার হলেও ইউজ করা এবং তাদের উৎসাহ দেয়া উচিৎ।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি বা ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Download ক্লিক করুন।পরের পেজে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।তারপরেও সমস্যা হলে এই লিংক থেকে ভিডিওটা একবার দেখুন।


থিম স্টোর ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন এবং থিম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।মনে রাখবেন থিম অবশ্যই ডাউনলোড করতে হবে না হলে চলবে না।


 

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

Leave a Reply