স্মার্টফোনের এই সময়ে অ্যাপ নিয়ে
মাতামাতি চলছে, চলবে। প্রতিবছরই নতুন
নতুন অ্যাপ আসছে মার্কেটপ্লেসে। আর
স্মার্টফোন ব্যবহারকারীরাও তা লুফে
নিচ্ছেন। যেসব অ্যাপ্লিকেশন
ব্যবহারকারীরা ব্যবহার করেছেন তার
মধ্য থেকে সেরা কিছু অ্যাপের
তালিকা তৈরি করেছে ভারতীয় দৈনিক
টাইমস অব ইন্ডিয়া। যাঁরা এসব অ্যাপ
ব্যবহার করেছেন, তাঁরা তো এগিয়েই

রয়েছেন। যাঁরা এখনো এসব অ্যাপ
ব্যবহার করেননি তাঁরা ঝটপট ব্যবহার
করে দেখতে পারেন।
এখান থেকে ডাউনলোড করুন

এই অ্যাপ আসলে আধুনিক যুগের ডায়রি।


এই ডায়রেতি জায়গা অফুরন্ত। আপনার
মনের কথা মনখুলে লেখার সঙ্গে সঙ্গেই
এই ডায়রিতে আপনি রাখতে পারবেন
রোজকার বা মাসকাবারি বাজারের
হিসাব। চাইলে এই ডায়রির পাতা আপনি
কারোর সঙ্গে শেয়ারও করতে পারেন।



এছাড়া আরো অনেক চরম ফিউচার আছে এই অ্যাপসটিতে চাইলে ব্যবহার করে দেখতে পারেন।
সিউর আপনার চরম কাজে লাগবে।
ভালো থাকুন,সুস্থ থাকুন।আল্লাহ হাফিজ

One thought on "আপনার নিত্য দিনের প্রয়োজনীয় কাজের জন্য অসাধারণ শ্রেষ্ঠ একটা অ্যাপস না নিলে লস করবেন"

Leave a Reply