বর্তমানে বেশীর ভাগ লোকই অ্যান্ড্রোয়েড মোবাইল ব্যবহার করে থাকেন। ব্যবহারের এক পর্যায়ে দেখা যায় মোবাইলটি স্লো (ধীর গতি) হয়ে গেছে। স্লো হওয়ার কারনে ঠিকমত ব্যবহার করা যাচ্ছে না। মাঝে মাঝে মোবাইলটি হ্যাংও হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে মোবাইল রিষ্টোর করে থাকেন। তাতেও এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় না।
তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার মোবাইলের প্লে – ষ্টোর থেকে Software Name: 360 Security Lite Speed Boost.Apk অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটি ডাউনলোড করলে দেখবেন যে আপনার মোবাইলটি অনেক গুন ফার্স্ট হয়ে গেছে।