আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।

 


 

এন্ড্রোয়েট ফোন বলতেই ব্যাটারির চার্জ নিয়ে টেনশন।তবে একটু যদি কৈশল অবলম্বন করা যায় তবে রেগুলার চার্জিং ব্যাকআপের চেয়ে একটু হলেও বেশি চার্জ সেভ করা যায়।এন্ড্রোয়েট ফোনে মূলত ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ গুলো চার্জ নষ্ট করে।আর এই ফোনের চার্জিং ব্যাকআপের জন্য কতই না অ্যাপ ইউজ করছি।প্লেস্টোর ঘাটলেও অনেক অনেক অ্যাপ পাওয়া যায়।তবে আজ আমি যে অ্যাপ দুইটি নিয়ে আসছি তার সাথে হয়তো অনেকেই পরিচিত।এই অ্যাপ দুইটি ইউজ করার জন্য আপনার ফোন রুটেড হতে হবে না।অ্যাপ দুইটি সম্পূর্ণ পেইড ভার্সন তাই পারফোমেন্স নিয়ে চিন্তা করতে হবে না।

 


 

অ্যাপ পরিচিতি।

 

যেহেতু দুইটা অ্যাপ প্রায় সেইম ধরতে গেলে তবে ডিজাইন এবং কাস্টোমাইজেশন কম বারা ।

  1. অ্যাপ ১- Du Battery Saver pro Limited Edition.
  2. অ্যাপ ২- Battery Saver pro Mooded.
  • অ্যাপ দুইটি সম্পূর্ণ নিউ ভার্সন।
  • সম্পূর্ণ পেইড।
  • ৭০% ব্যাটারি সেভ নিশ্চয়তা।
  • ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লোজ করে চার্জ বাচায়।
  • ফোন অপ্টিমাইজ করে।
  • নিজশ্ব প্রফাইল তৈরি সুবিধা।
  • কয়েক রকম চার্জিং সিস্টেম।
  • CPU স্পিড লিমিট করে দেয়া যায়।
  • ফোন বুস্টিং।
  • অনেক গুলো উইগেট।

আরো অনেক কিছু আছে এই অ্যাপ দুইটায়। অ্যাপ দুইটি ৫০ মিলিয়নের বেশি ডাউনলোডকৃত।তাই আর কিছুই বলার নাই শুধু বলবো নতুন ভার্সনের অ্যাপ গুলো একবার হলেও ট্রাই করে দেখুন।

 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।

 


-:অ্যাপ ডাউনলোড লিংক ১:-

-:অ্যাপ ডাউনলোড লিংক ২:-

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

 

One thought on "নিয়ে নিন বহুল জনপ্রিয় দুইটি ব্যাটারি সেভার অ্যাপের পেইড ভার্সন।ফাস্ট চার্জিং সহ ৭০% প্রর্যন্ত ব্যাটারি সেভ করুন।"

  1. shadhin002 Contributor says:
    ভাই আমি Symphony W160 ব্যবহার করি।ফোনে কিছু সমস্যা হয় রোট করার পর।ঠিক করতে দিই মোবাইলশপে।ঠিক করার পর ফোনে wifi system নষ্ট হয় এবং network type এ always 3G দিলে 3G পায় না।ফোনটা কেনার সময় jellybean(4.4.2) ছিল।ঠিক করার পর kitkat(4.4.2) হইঠে।Plz help করুন ভাই

Leave a Reply