কেমন আছেন আপনারা??? আশা করি ভাল আছেন। অনেক দিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম। S.S.C পরিক্ষার জন্য এতদিন ট্রিকবিডিকে সময় দিতে পারিনি, পরিক্ষার পর ও কিছু ঝামেলার জন্য আর লিখা হইনি। জাই হোক পোস্ট এর টাইটেল দেখেই অবাক হয়েছেন যে এইটা কি করে পসিবল!!! হা পসিবল নিচের কিছু স্কৃনসট দেয়া আছে দেখলেই বুজবেন। । ছোট একটা এন্ড্রোয়েড এপ দিয়েই পসিবল। ত কিভাবে বানাবেন আপনার নিজের ক্লোন??? ওত্তর টা একদম সহজ, এপটা ওপেন করলেই Tutorial নামে একটা লেখা পাবেন অইটাতে প্রেস করলেই আপনি সব বুজবেন।।। আশা করি আমার আর লিখে বুঝাতে হবে না। আর ডাউনলোড লিনক আমি নিচে দিয়ে দিচ্ছি। সরি ওয়ার্ডপ্রেসে আমি মোবাইল দিয়ে লিনক দিতে পারি না তাই সরাসরি লিনক টা দিয়ে দিলাম http://www.mediafire.com/?tsxqrvml6cb63d0 । আপনাদের ফিডবেক জানাবেন যে এপটা কেমন লাগছে। ভাল থাকবেন সুস্হ থাকবেন। টাটা।

5 thoughts on "এবার ছোট একটা এন্ড্রোয়েড এপ দিয়েই বানান আপনার নিজের ক্লোন!!!"

  1. Dihan Contributor says:
    bro download korbo ki vabe??
    1. Avatar photo Rezaul Fahad Author Post Creator says:
      http://www.mediafire.com/?tsxqrvml6cb63d0 এইটা ডাউনলোড লিনক পোস্ট এ ই ত দেয়া
  2. Avatar photo Sn Ashik Contributor says:
    দুর মিয়া এত্ত কস্ট কইরা লাভ কি তার চেয়ে Picsart দিয়ে Adobe Photoshop এর ৫০% কাজ করা যায়
    1. Avatar photo Rezaul Fahad Author Post Creator says:
      আপনার কাছে এইটা সহজ মনে হয়, কিন্তু ফটোশপের কাজ সবাই পারে না।
    2. Avatar photo Sn Ashik Contributor says:
      অতো কঠিন ও নয় ভাই,,,,

Leave a Reply