আসসালামু আলাইকুম

মুসলমান হিসেবে আমাদের সকলের ই উচিত সালাম দেওয়া এবং নেওয়া।

টিউনের শুরুতে একটু কুশল বিনিময় করি, কেমন আছেন? আমি ভাল আছি আল্লাহ্র মেহেরবাণীতে।

টিউন করার জন্য আসলে মন মানসিকতা থাকা দরকার। অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার।

আমার মনে হয় আমার দুটোই আছে। তাই যে কোন সময় যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন, আমি আছি আপনাদের সেবায়।

এবার আমার টিউনের বিস্তারিত আলোচনা করছি

টিউনের শিরোনাম শুনে আগেই আন্দাজ করতে পেরেছেন আজ আমি কি শেয়ার করতে যাচ্ছি।

এই এপ্স টি দিয়ে আপনার ফোনের সকল গানে আপনার ফটো বসিয়ে দিতে পারেন। অন্যের ফটো গানে থাকলে খারাপ লাগে। কেন আপনার/আমার ফোনে অন্যের ফটো ভাসবে? তাই কি হয়? তাই এক এক টা করে গান এডিট করার দিন শেষ। নিয়ে এলাম। মাল্টি ট্যাগার।

এবার নিচ থেকে Apps টি ডাউনলোড করে নিন
Name of Apps: Audio Tagger
Size Of Apps: 2.08 MB

Link of Download : DownLoad Now

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন।

অনলাইনে ইনকাম করতে চান তাহলে দেরি না করে দ্রুত এখানে আসুন, আপনি নিজেও পারবেন দৈনিক ৩০০-৩৫০ টাকা ইনকাম করতে। আপনার হাতের ফোনটি দিয়ে ইনকাম করতে পারবেন। ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার ইনকাম হবেই।

9 thoughts on "আপনার ফোনে কত অডিও গান আছে? ১০০০/২০০০/৩০০০ বা তার্ ও বেশি, এক ক্লিকেই সব গানে আপনার নাম+ফটো বসিয়ে দিন"

  1. Avatar photo Sn Ashik Contributor says:
    ফাইজলামি মারাও???
  2. Apurbo351 Contributor says:
    হয় ত অামি অনেক অাগেই থেকে হ্যাবহার করি
  3. Avatar photo Oliur Rahman Contributor says:
    ekshte kotogulo mark kora jabe
  4. Ahmed24 Contributor Post Creator says:
    ইচ্ছা মতো করতে পারবেন ভাই
  5. Avatar photo Apon Author says:
    Rana ভাই একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ
    পোষ্ট করছি প্লিজ পোষ্ট Published করেন। একবার দেখে নেন তো
    খবর টা কি।

Leave a Reply