Hello World!

কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো কিভাবে আমাদের Android কে Ios এর মতো dynamic island এর feel টা দেওয়া যায়।

আমি জানি এটা নিয়ে এর আগেও পোস্ট দেওয়া হয়েছে। কিন্তু তবুও আমি আমার মতো করে আমার কাছে লাগা সবচেয়ে Best App টা আপনাদের কাছে আজ Share করবো।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

এর জন্যে আমাদের যা যা প্রয়োজন হবে –

(১) একটি Android Device যেটায় Notch আছে। মাঝখানে হলে ভালো হয় কেননা এতে আসল Dynamic Island এর Feel টা আসবে।

(২) একটি App যার নাম :- Dynamic Spot

App Link (Pro Version) :- DYNAMIC SPOT

আমি সরাসরি Pro Version টির লিংকই দিয়ে দিচ্ছি। Playstore এর version টা free হলেও maximum features ই locked.

So enjoy!

এবার আসি এই App টির Features এবং সুবিধা/অসুবিধা নিয়ে।

 

(১) এটা একেবারে হুবহু আসল Dynamic Island এর মতোই কাজ করে।

আপনি Notch এ Click অথবা Hold করে Music থেকে শুরু করে Notification, Message, Text ইত্যাদি সব কিছুই Control করতে পারবেন একেবারে হুবহু ios এর মতোই।

(২) এর Specialty হচ্ছে এটা শুধুই ios এর মতো না, ios এর চেয়েও এগিয়ে আছে। কেননা 3rd party সব ধরনের apps ios এ supported না। কিন্তু এখানে আমি নিজে অন্যান্য বিভিন্ন রকমের 3rd party apps use করে দেখেছি।

প্রায় সব ধরনের app এই কাজ করে।

(৩) আপনি Two popups এর মাধ্যমে একইসাথে simultaneously দুইটি App এর Notification control করতে পারবেন।

(৪) Auto Expand এর মাধ্যমে Automatically expand করতে পারবেন সব ধরনের Notifications!

(৫) আপনি চাইলে notification থেকেই reply করতে পারবেন যেকোনো মেসেজের

(৬) iPhone এর মতো একই App Foreground এ থাকলে সেই App এর Notification Hide/unhide করতে পারবেন।

(৭) Landscape Mode এও Show করতে পারবেন।

(৮) এমনকি Lockscreen Mode এও Show করাতে পারবেন।

(৯) notification panel, status bar ও hide করতে পারবেন।

(১০) show always এর মাধ্যমে সবসময়ের জন্যে on করতে পারবেন।

(১১) ও হ্যাঁ, কত সময়ের জন্যে Notification Expand/Show করবে এটারও Time Set করে দিতে পারবেন।

(১২) আবার Auto Hide এর জন্যেও time set করতে পারবেন।

(১৩) বাইরে না ভিতরে Touch করলে hide হবে এটাও enable/disable এর option রয়েছে।

(১৪) Single Tap এ popup expand হবে নাকি অন্য কিছু এটাও control করতে পারবেন।

(১৫) Long press এবং swipe করে song change সহ অন্যান্য কাজ control করতে পারবেন।

(১৬) Quick Animation এবং Premium Animation ও রয়েছে এখানে।

(১৭) Notch হিসেবে Show করাতে পারবেন আবার না-ও পারবেন।

(১৮) আপনার ইচ্ছামতো Background Change করতে পারবেন।

(১৯) Background এ নিজের দেওয়া Image, Colour সহ Auto Colour Change ও করতে পারবেন।

(২০) এছাড়াও Music এর জন্যে Visualization, Music Control, Music Cover, Contacts ইত্যাদি সব কিছুই modify করতে পারবেন।

শুধু তাই নয়, আরো আছে!

(২১) আপনার Notch যদি Center বা মাঝখানে না হয়ে Side এ থাকে তবুও সেটারও ব্যবস্থা আছে। সেটাও আপনি set করে দিতে পারবেন। যা ios এ নেই। কেননা ios এর সব notch ই center এ।

উপরে দেওয়া অনেক feature ই ios এ নেই।

(২২) সম্পূর্ণ Notch এবং dynamic island কে customize করতে পারবেন।

যেমন : size horizontal, vertical, edge rounding, maximum popup width, position vertical, position horizontal ইত্যাদি।

SCREENSHOTS OF DYNSMIC SPOT :

এই App টির মাধ্যমে আপনি যা যা করতে পারবেন সেই freedom বা স্বাধীনতা ios এতেও নেই। যা ইচ্ছা যেভাবে ইচ্ছা customize করে চালান।

আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
Enjoy!
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….

4 thoughts on "iPhone এর মতো Dynamic Island ব্যবহার করুন আপনার Android এ!"

  1. bappy Contributor says:
    অনেক সুন্দর পোষ্ট।
    আমিও অনেক ভালো ভালো পোস্ট করি।
    কিন্তু এখনো আমাকে trainer দেওয়া হয় না। ?
    1. 4HS4N Author Post Creator says:
      mail koren
  2. bappy Contributor says:
    অনেক সুন্দর পোষ্ট।
    আমিও অনেক ভালো ভালো পোস্ট করি।
    কিন্তু এখনো আমাকে trainer দেওয়া হয় না। ?।
    1. bappy Contributor says:
      Kibabe mail korbo?

Leave a Reply