আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান bKash. সম্প্রতি তাদের অফিসিয়াল এপসে নতুন একটি ফিচার চালু করেছে। নতুন এই ফিচার যুক্ত করেছে ব্যবহারকারীর জন্য চমৎকার একটি সেবা।

বিকাশ তাদের ব্যবহারকারীর কথা বিবেচনায় তাদের ইপসে চালু করেছে নতুন Login সিস্টেম।

সকল ব্যবহারকারী এখন এই এপসটি আপডেট করে নিলেই তাদের এই সেবাটি উপভোগ করতে পারবে।

 

bkash face id touch id

নতুন এই আপডেটে সকল ব্যবহারকারী তাদের আঙ্গুলের ছাপ অথবা ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে বিকাশ এপ্সে login করতে পারবে।

তবে এই সেবাটি চালু করার কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে।

সুবিধাসমূহ:

১. ব্যবহারকারী বিকাশ এপসে খুব দ্রুত লগইন করতে পারবে।

২. ব্যবহারকারীর বিকাশ এপস এ লগইন করতে কোন প্রকার PIN CODE এর ঝামেলা পোহাতে হবেনা।

৩. ব্যবহারকারী ছাড়া অন্য কেউ অ্যাপসে লগইন করতে পারবেনা।

অসুবিধা সমুহ:

১. বর্তমান আপডেটে যেহেতু ফেস ভেরিফিকেশন সিস্টেম চালু করা যায়, সেক্ষেত্রে AI (আর্টিফিসিয়াল ইন্টেলিজন্স) ব্যাবহার করে সহজেই হুবহু ফেস তৈরি করে অন্য ব্যবহারকারী পিন ছাড়াই লগইন করতে পারবে।

২. আপনার অগোচরে (আপনি ঘুমিয়ে/অচেতন হয়ে পড়লে) যে কেউ আপনার বিকাশ অ্যাপসে লগইন করতে পারবে।

তো অনেক কিছুই জানলাম। এখন এই সেবাটি ব্যাবহার করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভরশীল।

আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক,

কিভাবে bKash অ্যাপসে  টাচ আইডি (Fingerprint) অথবা ফেস আইডি( Face Login) সেটআপ করবেন?

এই সুবিধাটি ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন বিকাশ এর Updated মোবাইল অ্যাপটি

Bkash এর Updated অ্যাপ লিঙ্ক:

 ✓ bKash App

* অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন, এবং অ্যাপটি ওপেন করুন।

* অ্যাপটি ওপেন করার পরে সাধারণ ভাবে যে স্ক্রীনটি আসে সেটি চলে এসেছে। 

* নিচে মার্ক করা ফিঙ্গারপ্রিন্ট আইকন এ ক্লিক করুন

* ফিঙ্গারপ্রিন্ট আইকন এ ক্লিক করার পরে এমন একটি স্ক্রীন চলে আসবে,এখান থেকে পরবর্তী অপশন এ চলে যান
 

পরবর্তী অপশন এ আশার পরে আপনার কাছে আপনার বিকাশ অ্যাকাউন্টটির পিন চাইবে,
এখানে আপনার পিন নাম্বার টা দিয়ে নিশ্চিত করুন অপশন এ ক্লিক করুন।

*  নিশ্চিত করুন এ ক্লিক করলে আপনার মোবাইল ফোন এ যে নিরাপত্তা বাবস্থাটি চালু আছে সেটি অটোমেটিক পপ-উপ আকারে চলে আসবে।

* এরপর আপনার আঙ্গুলটি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এ দিন। আপনার বিকাশ অ্যাকাউন্টটি তে টাচ আইডি অথবা ফেস আইডি যুক্ত হয়ে যাবে।

 এখন চাইলেই ফেস আইডি অথবা টাচ আইডি দিয়ে Bkash এ লগইন করে ফেলতে পারবেন যেকোনো সময়।  
 এরকম আরো তথ্য পেতে ভিজিট করুন।
আজকের পোস্ট এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোথাও কোন সমস্যা দেখলে দয়া করে comment করে জানাবেন। 
ধন্যবাদ সবাইকে

10 thoughts on "দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপসে টাচ আইডি ( Fingerprint) অথবা ফেস আইডি(Face Login) সেটআপ করবেন"

    1. Alimul Islam Author Post Creator says:
      Thank you
  1. Sohelarman4374 Author says:
    Face lock ta muloto chokher lock hoye thake…chok chara ba chok bondho obosshtay face lock unlock hobe na
    1. Alimul Islam Author Post Creator says:
      Ji ?
    1. Alimul Islam Author Post Creator says:
      Thanks ?
    1. Alimul Islam Author Post Creator says:
      Thanks dear?
  2. Jewel Shikder Jony✅ Author says:
    PIN System tai best and secure.
    1. Alimul Islam Author Post Creator says:
      লেনদেন করতে তো পিন লাগবেই।

Leave a Reply