আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা আপনার ভোটার নাম্বার ও ভোটিং ক্রমিক নাম্বার ছাড়াও আপনার ভোট কেন্দ্রের ঠিকানা খুব সহজে বের করবেন মোবাইল দিয়ে।
ফলে এসকল তথ্য আগে থেকে আপনার জানা থাকলে ভোটের দিন গিয়ে খুব সহজেই আপনি ভোটটি দিতে পারবেন।
তাছাড়া আপনার এরিয়াতে কে কোন প্রতীকে ভোটে দাড়িয়েছে এবং কার কত নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী ইত্যাদি জানতে পারবেন।
তাছাড়া ভোট শেষে কে বিজয়ী হয়েছে এটাও আপনারা এখান থেকে জানতে পারবেন।
তো এর জন্য সর্বপ্রথম প্লে-স্টোর থেকে Smart Election Management Bd অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করে ওপেন করুন।

এরপর ভাষা সিলেক্ট করুন।

জন্মতারিখ এবং আইডি কার্ডের নাম্বার লিখুন।
জন্মতারিখ দেওয়ার সময় আগে মাস,তারপর দিন এবং বছর দিবেন এবং যাচাই করুন ক্লিক করুন।

তাহলে আপনার ভোটার নং,ভোটিং ক্রমিক নম্বর, আপনার ভোট কেন্দ্র ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
আপনি চাইলে খাতায় এ তথ্য লিখে নিতে পারেন ফলে সহজেই ভোটের দিন ভোট দিতে পারবেন।

এখানে আপনার ভোট কেন্দ্রের ছবিটাও দেখতে পাবেন

এখান থেকে কে কোন প্রতীকে ভোটে দাড়িয়েছে তা দেখতে পারবেন বিস্তারিত দেখুন ক্লিক করুন

প্রতীক ও নাম বিস্তারিত দেখুন ক্লিক করুন।

এখান থেকে তার হলফনামা,আয়কর রিটার্ন,নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী ইত্যাদি আপনারা চাইলে দেখতে পারেন।

পাশাপাশি হোম অফশন থেকে ফলাফলে ক্লিক করে ভোট শেষ হওয়ার পর কে বিজয়ী হয়েছে সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন।

আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

10 thoughts on "আপনার ভোট কেন্দ্রের ঠিকানা,ভোটার নাম্বার ও ভোটিং ক্রমিক নাম্বার এবং আপনার এলাকায় কে কোন প্রতীকে ভোটে দাড়িয়েছে তাদের নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী দেখেনিন"

  1. shamiulahamed Contributor says:
    App link din…
  2. mdronykhan75612 Contributor says:
    এটা কোনো পোস্ট হলো? এপসে লিংক দেয়নি। প্লেস্টোরে এরকম হাজার এপ আছে কোনটা বুজবো কি করে।
  3. Avatar photo Abdus Sobhan Author says:
    apk er link ta ontoto post e add korten!
    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      Next Theke Dewya Hobe Tnq
  4. Avatar photo Shafique Ferdause Contributor says:
    এভাবে এপ লিংক শেয়ার করা ঠিক হচ্ছে কিনা জানিনা
    https://play.google.com/store/apps/details?id=com.electioncommissionsecretariat.sembd
  5. Avatar photo mr silent Contributor says:
    নাইস অ্যাপ! ধন্যবাদ!
  6. Avatar photo Shoyeb Rabbi Author says:
    তবে ভোট এটা রাতে হবে, নাকি দিনে এটা কিভাবে জানব? ?
  7. Avatar photo Torikulking Contributor says:
    সফটওয়্যারটা সুন্দর, তবে আমি সরাসরি বিএনপি করি, অর্থাৎ এই অবৈধ সরকারের কোন সুবিধা আমার জন্য প্রযোজ্য নাও হতে পারে, কারণ আমি ভোটকেন্দ্রে যাচ্ছি না।
  8. jibon.13 Contributor says:
    ভাই আমার বাসা রায়টায়,আপনাদের ওইখানে আশা করা যায় রেজাউল চৌধুরী জিতবে।
  9. Avatar photo Lost Mind Contributor says:
    kandro all votar list paavo ki vha be shyta boln

Leave a Reply