আসসালামু আলাইকুম

আশা করি সকলই ভালো আছেন,আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন।

অনেকের বই পড়ার শখ থাকে আবার অনেককের বই পড়া শখ না হলেও পরীক্ষায় ভালো করা বা অন্য কেনো প্রয়োজনের তাগিদে বই পড়তে হয়।
সব সময় সব বইয়ের হার্ড কপি কেনা সম্ভব হয়না আবার অনেক বই আছে যেগুলো মার্কেটে খুজেও পাওয়া যায়না,গেলেও অনেক দামী বই টাকা দিয়ে কিনতে গেলে অনেক বেশি খরচ হয়ে যায়।
তাই এর সমাধান হচ্ছে ইবুক, ইবুক / পিডিএফ ফাইল কিনতে পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে আবার ইন্টারনেটে রয়েছে বিনামূল্যে কোটি কোটি Open Source PDF ফাইল।

তবে মোবাইলে বই পড়তে গেলে কেমন যেন বাস্তব বই পড়ার মতো মজা বা ফিল কোনোটাই আসেনা।বাস্তবে বই পড়লে গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগিয়ে রাখা যায়,যখন ইচ্ছা দাগানো টপিকগুলো রিভিশন করা যায়, এতে করে বইয়ের পড়াটা আস্তস্থ হয় অনেক বেশি যা সাধারনত মোবাইলে পড়লে হয়না।
তবে আমি আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি,নিয়ে এসেছি অসাধারণ একটি পিডিএফ রিডার ও ডকুমেন্ট এডিটর সফটওয়্যার যার মাধ্যমে আপনাদের এই কষ্ট একটু হলেও লাঘব হবে।

App name: Flexcil

Size:165MB
Modified version : premium feature unlocked
নিচে App টির AI এর কিছু স্ক্রিনশট দিচ্ছি।:

ফিচার সমুহ:


1.PDF পড়তে পারবেন।
2.পিডিএফ তৈরি করতে পারবেন।
3. আঁকা আঁকি করতে পারবেন।
4. পিডিএফ এ মার্ক / দাগাতে পারবেন।
5.স্টাইলান ব্যবহার করে রিয়েল বই পড়ার মজা নিতে পারবেন।
আরো অনেক ফিচার রয়েছে যা আপনি অ্যাপটি ইনস্টল করলেই বুঝতে পারবেন।
তবে বলে রাখি এটা আমার দেখা বেস্ট পিডিএফ রিডারগুলোর একটা।


Download Link:Flexcil

Telegram
Mega Link

আজকে এতোটুকুই।
আশা করি আপনারা উপকৃত হবেন।

দোয়া রাখবেন।
ভুল ত্রুটি গুলো নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন।
আল্লাহ হাফিজ।


প্রয়োজনে যোগাযোগ:
Telegram

7 thoughts on "বাস্তব বইয়ের মতো দাগিয়ে পড়ার মজা নিতে চান PDF এও?অসাধারণ একটি পিডিএফ রিডার এর প্রো ভারসন ফ্রি নিন![Flexcil]"

    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Samiulla Contributor says:
    PC te hobe emn type app?
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      May be..But i have no idea.
    2. Bita Paradox Contributor says:
      pc er jonne adobe reader……….. arekta ase Sejda Pdf editor
  2. Mijanur Rahman Contributor says:
    Adobe Acrobat reader upor diya kisu nai. Sathe to 5gb free pai. Documents er jonnoi ja enough
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      Your own choice

Leave a Reply