HELLO WORLD!

কি অবস্থা সবার? আমাদের দেশে প্রতিনিয়ত Android TV ব্যবহারকারী বাড়ছে।

আর কয়েক বছরের মধ্যে দেশের smart tv market অনেক বড় হবে আর প্রত্যেকের ঘরে ঘরেই Smart/Android TV থাকবে বলে আশা করা যায়।

আপনার কাছে যদি একটি Android TV পড়ে থাকে আর আপনি শুধু এতে সাধারন ডিশ টিভির চ্যানেল গুলোই দেখে থাকেন তবে আমি বলবো আপনি অনেক কিছুই Miss করছেন।

এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের এমন ১০ টি Android TV Apps নিয়ে পরিচিত করাবো যা দিয়ে আপনারা টিভিকে একটি Android Smartphone এর মতো ব্যবহার করতে পারবেন।

Android TV অবশ্য প্রায় Smartphone এর মতোই কাজ করে। এতে Smartphone এর প্রায় সব কাজই করা যায় শুধু Call, Camera এই কাজগুলো বাদে।

যাই হোক, এই Apps গুলো ভালো লাগলে আমাকে জানাবেন। আমি আরো একটি পোস্ট করবো ইনশাল্লাহ এমন Apps নিয়ে।

চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পোস্টে চলে যাওয়া যাক। তার আগে কিছু কথা বলে নিই। Android TV তে আপনি কোনো Link এ Click করে App Download করতে যেতে পারবেন না।

তাই Comment Section এ এসে Link কোথায়, Link কেন দিলাম না এসব বলবেন না। তাই আপনাকে খুজে নিতে হবে Search করে। আমি App এর নাম + স্ক্রিনশট দিয়ে দিবো যেন আপনি খুজে পান।

আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করা যাক।

 

1) APP NAME : Logic Ui Browser

এই App নিয়ে বিস্তারিত বলার আগে বলে দিই Android TV Browser নিয়ে আমি দুইটি Apps দিচ্ছি এই পোস্টে। দুটির কাজ আলাদা রকমের। Specialty আছে বলেই দিচ্ছি।

এবার আসা যাক এই App এর বিশেষত্বতে। এই Application টি একটি Web Browser। তবে এর বিশেষত্ব হচ্ছে এই App টি আপনি আপনার ফোনের মাধ্যমে Control করতে পারবেন।

কিভাবে? Android TV তে App টি Install করে Open করে একেবারে নিচের দিকে Scroll করবেন। এরপর একটি QR Code দেখতে পারবেন। আপনার ফোন দিয়ে সেই QR Code টি Scan করলে আপনাকে একটি Ip Address দিবে।

সেই Ip Address এ ক্লিক করলেই আপনাকে Control System এ নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আপনি web browser টি control করতে পারবেন।

উপর-নিচে, ডানে-বামে Scroll করা থেকে শুরু করে যেকোনো link এ আপনি মোবাইল দিয়ে Type করে যেতে পারবেন। অনেকের কাছেই Android Tv এর remote দিয়ে browse করাটা একটা ঝামেলার মনে হয়। তাই তাদের জন্যে এই app টি।

আশা করছি Application টি আপনাদের কাজে দিবে। App টির Speed ও খুবই Fast। যেকোনো Link এই অনেক দ্রুত ঢুকে যেতে পারে।

APP SCREENSHOTS :

 

 

 

 

2) APP NAME : FX FILE MANAGER

আপনার ফোনের File Manager এর মতো Android TV এর জন্যেও কি ভালো একটি File Manager খুজছেন? তবে এটিই আপনার Android TV এর জন্যে শ্রেষ্ঠ File Manager হবে বলে Guarantee দিচ্ছি।

এখানে আপনি যেসব Feature পাবেন তা অন্য কোনো File Manager এ পাবেন না।
এখানে যা যা থাকছে তার বিস্তারিত বর্ণনা করছিঃ

(1) Search : App টি Install করে Open করলেই প্রথমেই Search Option টি পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনার Android TV এর System এ থাকা যেকোনো File কে খুজে পেতে পারবেন।

(2) More Option : Search Option এর নিচেই এটিকে খুজে পাবেন। এখানে থাকছে Refresh, Connect To Storage, Mount/Eject SD CARD, Filesystems, Home, Theme, Display As – Sections, Grid, Icon Changing Options গুলো।

(3) New Window : More option এর নিচেই এটিকে খুজে পাবেন। এখানে আপনি একসাথে অনেকগুলো Window খুলে একসাথে প্রচুর Multitasking করতে পারবেন। আবার চাইলে সেগুলো বন্ধও করতে পারবেন।

(4) Split View : এটিও Multitasking কাজে ব্যবহার করার একটি Feature। এর মাধ্যমে দুটি Window উপরে নিচে বিভক্ত হয়ে যাবে। এর মাধ্যমে আপনি দুটি Window তে আলাদা আলাদা রকমের কাজ করতে পারবেন।

(5) Close All : সকল Window এক এক করে Close না করে এটাতে Click করার সাথে সাথেই সব Window Close বা বন্ধ হয়ে যাবে।

এছাড়াও পাশের দিকে তাকালে আপনি Download, Main Storage, System, Recent, Cleaning Tools, Help, Upgrade এই Option গুলো দেখতে পারবেন।

এগুলোর এক একটির কাজ এক এক রকম। Main Storage এ গেলেই আপনি আপনার Android TV এর ফেতরে থাকা সকল files এর access করতে পারবেন।

system এ গেলে সম্পূর্ণ Android System এর Access পেয়ে যাবেন। recent এ গেলে একটু আগে যা যা কাজ করেছেন (যেমনঃ file delete করা, move করা, copy করা ইত্যাদি) এসব দেখতে পারবেন।

এরপর Settings এ গেলে আরো কিছু Options পেয়ে যাবেন। যেমনঃ

(1) theme

(2) appearance

(3) home screen

(4) opening files

(5) files management

(6) media management

(7) special folders

(8) thumbnails

(9) sequrity

(10) network

(11) web access

(12) fx connect

(13) fx textedit

(14) developer/root

(15) import/export

(16) system status

(17) language

(18) about fx

(20) privacy information

(21) error log

(22) build information ইত্যাদি।

যারা নিজের TV এ Advance ভাবে Customize করে বা Files নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে চান তাদের জন্যে এসব Features দেওয়া আছে। আপনি এক এক করে দেখে নিবেন। আমি শুধু Basic Feaure গুলোর Details বলে দিলাম।

APP SCREENSHOTS :

 

 

 

 

3) APP NAME : DOWNLOADER

adm/idm কারা ব্যবহার করেছেন নিজেদের Android Smartphone এ? এই App টি অনেকটা ঐরকমই। আগেই বলেছিলাম আমি দুটি Browser দিবো। আমার কাছে Android TV এর সবচেয়ে Best বা সেরা Browser এটিই মনে হয়েছে।

আমি অনেক দিন ধরেই ব্যবহার করে আসছি Application টি। Application টি Install করে Open করতেই আপনি বিভিন্ন Options পেয়ে যাবেন। সবগুলোরই বিস্তারিত বলছি।

(1) Home : Default Home Screen এ থাকার Option এটি।

(2) Browser : এখানে Click করলেই আপনাকে আসল Browser এ নিয়ে যাবে। যেখানে আপনি যা ইচ্ছা Search দিতে পারবেন। অবশ্য এটা Home Screen এর Right Side বা ডান পাশেই থাকে।

(3) Files : আপনি এই Browser দিয়ে যা যা File Download করেছেন তার সবগুলোর Access এই Option এর মাধ্যমে পেতে পারবেন।

(4) Favourites : এটি মূলত একটি Bookmark Feature। এই Feature টির মাধ্যমে আপনি যেকোনো Web Page এর Bookmark রাখতে পারবেন। আর সেগুলোর Access এই Option এ এসে পেয়ে যাবেন।

(5) Settings : এখানে Browser টির কিছু Settings আছে যা আপনি নিজের ইচ্ছামতো পাল্টাতে পারবেন। যেমনঃ Download Folder Change করতে পারবেন, Apk Auto Install Change করতে পারবেন, Automatically Open Web Pages In Browser, Enable/Disable করতে পারবেন Javascript কে (FTP SERVER সহ বিশেষ কিছু Website এর জন্যে খুবই দরকারী একটি Feature)

(6) এরপর যেকোনো Website এ ঢুকে Browser এ 3 dot menu open করেও কিছু useful features পেয়ে যাবেন। যেমনঃ Add website to favourites, zoom in, zoom out, fullscreen mode, view browser controls, enable/disable javascript etc

এই App টি আমাকে কোনো কিছু Android TV দিয়ে Download করতে অনেক সাহায্য করেছে। বিশেষ করে যারা ftp server use করেন তাদের জন্যে এই app টি must recommended।

আর এর mouse-cursor টা super fast। একদম ঝড়ের গতিতে কাজ করে। তাই scroll করতে কোনো অসুবিধা হয়না। infact অনেক মজা পাওয়া যায় scroll করে।

APP SCREENSHOTS :

 

 

4) APP NAME : SEND FILES TO ANDROID TV

Android TV এর সবচেয়ে useful apps গুলোর মধ্যে একটি এটি। এই App এর মাধ্যমে আপনি আপনার Smartphone/android phone থেকে Android tv তে এবং Android TV থেকে Smartphone/android phone এ যেকোনো File Transfer করতে পারবেন।

File Transfer হবে আপনার wifi এর মাধ্যমে। file অনেক দ্রুত transfer হবে। আমি 3 MBPS+ speed পেয়েছি। আপনার wifi এর speed এর উপর নির্ভর করে আপনি আরো ভালো speed পেতে পারেন।

আপনার tv তে যত space আছে (সাধারনত android tv গুলো 1 gb ram + 8 gb rom থাকে। যেখানে তেমন কোনো apps install করা না থাকলে প্রায় 3 gb এর মতো খালি থাকে) সেই অনুযায়ী file transfer করবেন।

এখানে আপনি Video, Audio, Apk, Zip, 7z, Image সহ যেকোনো ধরনের File ই Transfer করতে পারবেন খুবই সহজেই। আর এই App এর interface খুবই easy করে তৈরি করা হয়েছে।

App এ ঢুকতেই আপনি Send + Receive এর দুটি Option পাবেন। আপনি যা করতে চান তা ই করবেন। Send এ ক্লিক করে File Send করতে পারবেন আর Receive করে ফাইলটি receive করতে পারবেন।

তবে হ্যাঁ, আপনার ফোন ও android tv দুই জায়গাতেই app থাকতে হবে আর একটা দিয়ে send করবেন আর আরেকটি দিয়ে receive করবেন। অনেকটা Shareit এর মতোই তবে অনেক Easy।

APP SCREENSHOTS :

 

 

 

5) APP NAME : MX PLAYER

Android Smartphone ব্যবহার করে আর Mx Player চিনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে বলে আমি মনে করি।

কেননা Android এর সবচেয়ে ভালো Media Player Mx Player (At Least আমি এটিই মনে করি)। আর এই Mx Player এর সকল Features আপনি ব্যবহার করতে পারবেন আপনার Android TV তেও।

Literally, মোবাইলে থাকা Mx Player Application টির যত Features আছে প্রত্যেকটা Feature ই Android TV এর Mx Player এও দেওয়া হয়েছে।

একটা Feature ও বাদ দেওয়া হয়নি। মানে হুবহু সবই দেওয়া আছে। আমার কাছে VLC থেকে Mx Player ই অনেক সহজ ও ভালো মনে হয়। যারা VLC user আছেন তারা ক্ষেইপেন না আবার ?।

যাই হোক, এখানে আপনি বামে Click করে App Language, App Theme, Watch History, Equalizer, Network Stream, Local Network, Local Player Settings এসব পাবেন।

মূল App এর Interfage এর উপরের দিকে Resume, Search, Layout Options (যেখানে View Mode, Fields, Sort এগুলো থাকে), 3 dot option (যেখানে refresh, network stream, select, settings, help, create a new folder এগুলো থাকে) এসবই পাবেন।

আর আপনার device (android tv) তে থাকা সকল videos তো পাবেনই। যেকোনো video তে ঢুকে আপনার চিরচেনা সেই interfage ই দেখতে পারবেন যেখানে reverse,forward,play,resume, screen size changer সহ উপরের ডান পাশের 3 dot menu এর play, display,audio, subtitles, tools, help menu পেয়ে যাবেন।

এছাড়াও Settings option এ গিয়ে আপনার ইচ্ছামতো সবকিছুই Customize করে নিতে পারবেন অনায়াসেই। যারা অনেক আগে থেকেই Mx Player Use করেন তারা নিজেদের মতো সব ঠিক করে নিবেন। আর এত Details এ যাচ্ছি না।

APP SCREENSHOTS :

 

 

আজ এবারের মতোই আসি। পোস্টটা অনেক লম্বা হলেও যারা Android TV User বা নতুন কিনেছেন বা কিনবেন বলে পরিকল্পনা করছেন তাদের জন্যে। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যে। Android TV দিয়েও আপনি অনেক কিছুই করতে পারবেন।

Android TV এর আরো Apps নিয়ে পোস্ট দেখতে চাইলে আমাকে জানাতে পারেন + Android TV GAMES নিয়ে যদি কোনো পোস্ট চান তবে অবশ্যই জানাবেন। পরিকল্পনা আছে একটা পোস্ট দেওয়ার। এবারের মতো বিদায় নিচ্ছি।

This Is 4HS4N
Stay with TRICKBD
LOGGING OUT….

7 thoughts on "বাড়িতে Android TV বা TV BOX আছে? নিয়ে নিন কিছু দরকারী Apps যা আপনাকে দিবে Advanced টিভি দেখার স্বাদ!"

  1. rinkq2 Contributor says:
    Android tv box নিতে চাচ্ছি কিন্তু এই সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই।ভাইয়া আমায় একটু বলতে পারেন কোন box ভালো? 2k-3k এর ভিতর।
    1. Tech Notepad Author says:
      Realme Android TV Stick নিতে পারেন, ভালো আছে, use করে দেখেছি। তবে Xiaomi TV Stick টা নিবেন না।

      Daraz এ পেয়ে যাবেন Realme Android TV Stick.

    2. Ahmed Afnan Author says:
      2-3K te nite caile TX10 Pro ta nite paren..

      But valo long time use korte caile Xiaomi BOX S 2nd Gen niye nen. 6K

    3. Feroz57 Contributor says:
      Tx 10 pro ki long time use kora jabe na?
  2. Rimon Miah Contributor says:
    সব গুলোর লিংক সাথে দিয়ে দিলে খুবি ভালো হতো 🥰❤️
  3. Mehedi Hasan Contributor says:
    Ei rokom apps ei khujchilam, thanks man😃
  4. Mehedi Hasan Contributor says:
    By the way mx player ee ki add ase?
    Mane 18+ adds gula?

Leave a Reply