Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » বিকাশ থেকে ফেক টাকা পাঠান এক নাম্বার থেকে অন্য নাম্বারে!! 😯😯

বিকাশ থেকে ফেক টাকা পাঠান এক নাম্বার থেকে অন্য নাম্বারে!! 😯😯

আসসালামু আলাইকুম সুপ্রিয় ট্রিকবিডিবাসী। কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বলে আজকে আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। অনেক সময় লিখার মধ্যে ভুল-ত্রুটি হয়ে যায় টাইপিং মিসটেকের কারণে অনুগ্রহপূর্বক ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

বর্তমান সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা প্রায় সকলে ব্যবহার করে থাকি আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে এক কথায় এটি। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম সমস্যার কারণে যেমন বন্ধু বান্ধব ট্রিট চাই অথবা ঈদের সালামি চাই😁ব্যক্তিগত অনেক কারণে আমরা বাঙালিরা মজা করতে ভালোবাসি 😂 তাই তো আজকে এই ঈদের মৌসুমে নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রাঙ্ক করার অ্যাপস।


মূলত এই অ্যাপসটির মাধ্যমে আপনি বিকাশ অথবা যে কোন রকেট নাম্বারে টাকা পাঠিয়েছেন এমন স্ক্রিনশট নিতে পারবেন। (আমার অনুরোধ থাকবে এটিকে খারাপ কাজে ব্যবহার না করে এমনি বন্ধু-বান্ধবের সাথে যদি মজা করার উদ্দেশ্যে করেন ভালো হয়)

অ্যাপসটা যেহেতু মজা করার জন্য তৈরি করা হয়েছে তাই খারাপ কাজ পরিহার করুন।
ক্লিক করুন
অ্যাপসের মধ্যে প্রবেশ করলে এই সতর্ক বার্তাটি পড়ার পরে চিহ্নিত জায়গাটিতে ক্লিক করে দেবেন।

এপসটিতে প্রবেশ করে আপনি যদি বিকাশ থেকে স্ক্রিনশট নিতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন যদি আপনি নগদ থেকে নিতে চান তাহলে আপনি নগদ সিলেক্ট করতে পারেন।


উপরে আপনি যাকে টাকা পাঠাবেন তার নাম্বার, সময় এবং তারিখ, কত টাকা পাঠাবেন সেটা, নিচে এমাউন্টটি আরেকবার লিখবেন, সবার নিচে রেফারেন্স এ ক্লিক করে যেকোনো কিছু লিখতে পারেন। Get screenshot লেখাতে ক্লিক করবেন।

এই দেখুন স্ক্রিনশট চলে এসেছে।

এবার নগদ থেকে যদি আপনি সেন্ড মানি করতে চান তাহলে অ্যাপস থেকে বের হয়ে গিয়ে নতুন করে অ্যাপসে ঢুকে নগদ সিলেক্ট করবেন।

উপরে যাকে টাকা পাঠাবেন তার নাম্বার, তারিখ এবং সময়, অ্যামাউন্ট লিখবেন get screenshot লেখাটিতে ক্লিক করবেন।

এই দেখুন নগদ অ্যাপসের স্ক্রিনশট চলে এসেছে।

তো আপনারা চাইলে এইভাবে মজা নিতে পারেন কাছের বন্ধু ভাব যে কোন পরিচিত কারো কাছে। আগেই বলে দিচ্ছি অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য, trickbd এর সাথেই থাকুন

7 months ago (Mar 31, 2024)

About Author (281)

MD Musabbir Kabir Ovi
author

নিজে যতটুকু জানি, ঠিক তত টুকু সবাইকে জানানোর চেষ্টা করি

Trickbd Official Telegram

9 responses to “বিকাশ থেকে ফেক টাকা পাঠান এক নাম্বার থেকে অন্য নাম্বারে!! 😯😯”

  1. Shayer Mahmud Sowmik Contributor says:

    দেখেই বুঝা যায় ফেক স্ক্রিনশট। এর চেয়ে ভালো স্ক্রিনশট টেলিগ্রাম বট বানাতে পারে।

  2. Shofikul Islam Author says:

    এই Screenshots গুলো দেখলে যে কেউ ১ সেকেন্ডই বুঝে ফেলবে, এটা ফেইক। রাতে এই টুলস নিয়ে আর্টিকেল লিখবোনি দেখিয়েন কেমন Hd আর কেমন realistic হয়। kaj peray ses er dik a..

  3. Bita Paradox Contributor says:

    ye sab kya dekhna pad raha hai………. achcha hai main andha hu

  4. rafe.uddaraj Contributor says:

    অনেক সুন্দর আর মজার একটা টুলস শিখাইলেন ভাই❤️।

    যারা ওয়েব অ্যাপ্লিকেশন খোঁজছেন তারা বিকাশ ভাইয়া দেখতে পারেন। অনেক মজা পাবেন।
    লিংকঃ https://bkash-vaiya.vercel.app

Leave a Reply

Switch To Desktop Version